ডাবল সেঞ্চুরিতে কোহলির ইতিহাস

ড্রেসিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সমানে ক্যামেরায় মুহূর্তগুলো ধরে রাখছেন অনিল কুম্বলে। মাঠের বাইরে দাঁড়িয়ে তালি দিচ্ছেন সুনিল গাভাস্কার। অভিবাদন জানাচ্ছে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের গুটিকয় দর্শক। বিরাট কোহলি তখন নিচু হয়ে চুমু এঁকে দিচ্ছেন উইকেটে। উদযাপন ডাবল সেঞ্চুরির!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2016, 05:40 PM
Updated : 22 July 2016, 05:40 PM

টেস্ট ক্যারিয়ার তো বটেই, প্রথম শ্রেণির ক্রিকেটেও কোহলির ক্যারিয়ারের প্রথম ডাবল। তার কাছে অবশ্যই ‘স্পেশাল’ ইনিংস। তবে ইনিংসটি বিশেষ কিছু আসলে ভারতীয় ক্রিকেটের জন্যই। দেশটির ৮৪ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম দেশের বাইরে ডাবল সেঞ্চুরি করলেন কোনো অধিনায়ক!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম দিন শেষে কোহলি অপরাজিত ছিলেন ১৪৩ রানে। দ্বিতীয় দিনেও কোহলি ছিলেন অপ্রতিরোধ্য। আস্তে আস্তে পেরিয়ে যান টেস্টে নিজের আগের সর্বোচ্চ ১৬৯। এগিয়ে যেতে থাকেন আরও।

লাঞ্চের ঠিক আগে অফ স্পিনার রোস্টন চেইজের বলে সিঙ্গেল নিয়ে স্পর্শ করেন কাঙ্ক্ষিত মাইলফলক; ২৮১ বলে ২০০। উদাপনই বলে দিচ্ছিল কতটা উচ্ছ্বসিত ছিলেন নিজের ব্যাটিংয়ে।

দেশের বাইরে কোনো ভারতীয় অধিনায়কের আগের সর্বোচ্চ ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের ১৯২; অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৯৯০ সালে।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অতিথি অধিনায়কের ডাবল সেঞ্চুরিও এর আগে ছিল মাত্র দুটি। ১৯৫৪ সালে ইংল্যান্ডের স্যাল লেন হাটস কিংস্টনে করেছিলেন ২০৫। ১৯৬৫ সালে অস্ট্রেলিয়ার ববি সিম্পসন বারবাডোজে করেছিলেন ২০১।

ডাবলের পর অবশ্য ইনিংসটাকে আর বড় করতে পারেননি কোহলি। লাঞ্চের পর প্রথম ওভারেই শ্যানন গ্যাব্রিয়েলের বল স্টাম্পে টেনে আউট হয়েছেন ২০০ রানেই। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আগের সর্বোচ্চ ছিল ১৯৭।