
ইংল্যান্ডের আবহাওয়া উপভোগ করছেন মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2016 10:00 PM BdST Updated: 21 Jul 2016 10:00 PM BdST
কিছু দিন আগের সেই দাবদাহ নেই। তবে দেশে এখনও গরম। আইপিএল খেলার সময় ভারতের বিভিন্ন জায়গায় পেয়েছেন গরমের আঁচ। ইংল্যান্ডে গিয়ে তাই সেখানকার শীতল আবহাওয়া বেশ উপভোগ করছেন মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার রাতেই সাসেক্সের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হওয়ার কথা মুস্তাফিজের। ম্যাচের আগে কাউন্টি দলটির অফিসিয়াল ওয়েবসাইটে দোভাষীর সহায়তায় একটি ভিডিও ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। বললেন আবহাওয়া নিয়ে ভালো লাগার কথা।
“সাসেক্সে আমি বাংলাদেশের প্রথম; নিজেকে অনেক বড় মনে হচ্ছে। সাসেক্স আমাকে নিয়েছে, এজন্য সাসেক্সকে ধন্যবাদ। আর এখানে আবহাওয়া অনেক ভালো। আইপিএলে খেলেছি, তখন অনেক গরম ছিল। এখানে ঠাণ্ডা।”
বাংলাদেশ দলের অনেকের কাছ থেকেই মুস্তাফিজ শুনেছেন ইংল্যান্ডের উইকেট পেস-বান্ধব। মাঠে নামার আগে তাই ছিলেন রোমাঞ্চিত।

ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাউথ গ্রুপে ১১ ম্যাচের চারটি জিতে মাত্র ১০ পয়েন্ট সাসেক্স শার্কের। পয়েন্ট তালিকায় নয় দলের মধ্যে তারা এখন সপ্তমে। শেষটায় ভালো কিছু উপহার দিতে চান মুস্তাফিজ।
“জাতীয় দলে যখন খেলি বা যেখানেই খেলি, সব সময় জেতার জন্য খেলি। এখানে আগে তো আমি ছিলাম না। এখন আমি যতটা সুযোগ পাই, সেরাটা দেওয়ার চেষ্টা করব। দলকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যেন শেষ তিনটা ম্যাচ জিততে পারি।”
ইংলিশ ক্রিকেটে ভালো করতে সবার দোয়া চেয়েছেন বাংলাদেশের তরুণ এই সেনসশন।
“সবাই আমাকে সবসময় সমর্থন করে। এখন সাসেক্সে আসা হয়েছে, এখানে আমার যারা ভক্ত আছেন, তাদের এবং বাংলাদেশের সবার কাছে দোয়া চাই যেন আরও ভালো ভালো খেলা উপহার দিতে পারি।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ছবিতে বিপিএল: কুমিল্লা ওয়ারিয়র্স-রংপুর রেঞ্জার্স
- রানের পাহাড় গড়ে সিরিজ জিতল ভারত
- ‘ছক্কার ট্রেনিং করি না’, ৯ ছক্কার পর বললেন শানাকা
- তিন মাসের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক স্মিথ
- ছবিতে বিপিএল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার
- মুস্তাফিজের বল মাঠের বাইরে ফেললেন শানাকা
- শানাকার খুনে ব্যাটিংয়ে ঘায়েল রংপুর
সর্বাধিক পঠিত
- বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের নির্দেশনা
- গাজীপুরের এডিসি শফিউল্লাহ মারা গেছেন
- এত বড় ‘নো’ বল!
- রাখাইনে গণহত্যার অভিযোগ অস্বীকার সু চির
- বিপিএলের পারিশ্রমিক নিয়ে আক্ষেপ মুশফিকের
- মিঠুনকে ছাপিয়ে ইমরুল-ওয়ালটন
- খালেদার মেডিকেল রিপোর্ট গেল আদালতে, ফখরুলের সন্দেহ
- ‘ছক্কার ট্রেনিং করি না’, ৯ ছক্কার পর বললেন শানাকা
- গ্রাহকের ৫ কোটি টাকা মেরে প্রেমিকাকে সোয়া ২ কোটি দেন ব্যাংকার: দুদক
- শানাকার খুনে ব্যাটিংয়ে ঘায়েল রংপুর