সাসেক্সেও মুস্তাফিজের জার্সি নম্বর ৯০
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2016 11:08 AM BdST Updated: 17 Aug 2016 11:52 AM BdST
-
রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের সাসেক্সের জার্সি হাতে মুস্তাফিজ। ছবি: সাসেক্স
সাসেক্সের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ৯০ নম্বর জার্সি পরে খেলবেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ জাতীয় দল ও ভারতের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদেও ৯০ নম্বর জার্সি বাঁহাতি এই পেসারের।
Related Stories
বুধবার ইংল্যান্ডে পৌঁছে সেদিনই যান হোভে সাসেক্সের ড্রেসিংরুমে। নিজের লকারের সামনে দাঁড়ানো জার্সি হাতে দাঁড়ানো মুস্তাফিজের ছবি অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেয় সাসেক্স।
ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্স শার্কসের জার্সি কালো। হলুদ রঙের জার্সি রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে।
বৃহস্পতিবার চেমসফোর্ডে এসেক্সের বিপক্ষে ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচ খেলবেন মুস্তাফিজ। পর দিন তার একই টুর্নামেন্টে তার দল মুখোমুখি হবে সারের।
২৪ জুলাই ওয়ানডে কাপে সাসেক্সের প্রতিপক্ষ গ্লস্টারশায়ার, ২৭ জুলাই হ্যাম্পশায়ার। ২৮ জুলাই টি-টোয়েন্টি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ গ্ল্যামরগ্যান। ৩০ জুলাই ওয়ানডে কাপে প্রতিপক্ষ সমারসেট, ২ অগাস্ট কেন্ট।
ওয়ানডে কাপে সাউথ গ্রুপে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সাসেক্স আছে ৯ দলের মধ্যে সবার নিচে। টি-টোয়েন্টি ব্লাস্টে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে সাতে।
সর্বাধিক পঠিত
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে সাত কলেজে
- ‘ইউনিভার্স বস’ এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’