দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দলে অ্যান্ডারসন, স্টোকস, রশিদ

লর্ডস টেস্টে হারের পর ওল্ড ট্র্যাফোর্ড ম্যাচের জন্য তিন ক্রিকেটারকে দলে এনেছে ইংল্যান্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে ১৪ সদস্যের দলে এসেছেন লেগ স্পিনার আদিল রশিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2016, 05:13 PM
Updated : 18 July 2016, 05:13 PM

রশিদকে দলে নেওয়ায় পরের টেস্টে দুই স্পিনার নিয়ে খেলতে পারে ইংল্যান্ড। তবে লর্ডস টেস্টের অনুজ্জ্বল মইন আলির জায়গায়ও খেলতে পারেন রশিদ। চলতি বছর ৭ টেস্টে ৯২ গড়ে ৭ উইকেট নিয়েছেন মইন। লর্ডস টেস্টে ব্যাটে-বলে নিষ্প্রভ ছিলেন তিনি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাত ম্যাচে ৩৫.৩০ গড়ে ২০ উইকেট নিয়েছেন রশিদ। ৩৭.৪৪ গড়ে করেছেন ৩৩৭ রান।

সংযুক্ত আরব আমিরাতে গত বছর পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টেই খেলেন রশিদ। প্রথম ইনিংসে ১৬৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে এই লেগ স্পিনার ৬৪ রানে নেন ৫ উইকেট।

চোট কাটিয়ে টেস্ট দলে ফেরা পেসার অ্যান্ডারসন ও অলরাউন্ডার স্টোকস কাউন্টি চ্যাম্পিয়নশিপে একে অপরের বিপক্ষে খেলেছেন।

চার টেস্টে ১৮.৬৬ গড়ে রান পাওয়া জেমস ভিন্সের উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। তবে অ্যান্ডারসন ও স্টোকসের অনুপস্থিতিতে প্রথমবারের মতো ডাক পাওয়া টোবি রোল্যান্ড-জোন্সের জায়গা হয়নি এবার। টেস্ট অভিষেকের জন্য অপেক্ষাতেই থাকতে হচ্ছে এই পেসারকে।

আগামী শুক্রবার ম্যানচেস্টারে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ৭৫ রানে লর্ডস টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান।

ইংল্যান্ড দল: অ্যালেস্টার কুক (অধিনায়ক), অ্যালেক্স হেলস, জো রুট, জেমস ভিন্স, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মইন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিন, জ্যাক বল।