টেস্ট ছাড়লেন জেরোম টেইলর

টেস্ট থেকে অবসর নিয়েছেন জেরোম টেইলর। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাবেন এই ডানহাতি পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2016, 03:05 AM
Updated : 12 July 2016, 12:18 PM

৩২ বছর বয়সী পেসারের টেস্ট ছাড়ার খবর জানায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ১৩ বছরে ৪৬টি টেস্ট খেলে ১৩০ উইকেট নেন টেইলর।

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেন টেইলর। সেই সিরিজে তিন ম্যাচে দুই উইকেট নেওয়ার পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। 

অবসরের সিদ্ধান্ত জানানোয় ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের দলে টেইলরকে রাখেনি বোর্ড।

২০০৩ সালে ১৮ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় টেইলরের। চোটের জন্য নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি এই সহজাত আউটসুইঙ্গার। ২০০৯ সাল থেকে প্রায় পাঁচ বছর চোটের জন্য টেস্ট খেলতে পারেননি তিনি।

টেইলরের সেরাটা এসেছে তার ঘরের মাঠ স্যাবিনা পার্কে। ২০০৯ সালে ইংল্যান্ডকে ৫১ রানে অলআউট করে দলকে ইনিংস জয় এনে দেওয়ার পথে ১১ রানে নেন ৫ উইকেট। তার ইনিংস সেরা ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৭ রানে ৬ উইকেট এবং ম্যাচ সেরা ২০০৬ সালে ভারতের ৯৫ রানে ৯ উইকেটও আসে একই মাঠে।

ব্যাট হাতে ঝড় তোলার সামর্থ্যও ছিল টেইলরের। ২০০৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১০ নম্বরে করেন শতক।