কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখন আইপিএলে খেলছেন সাকিব। সেখান থেকেই সিপিএল টি-টোয়েন্টিকে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
“আমার স্ত্রীও চায় আমি সিপিএলে খেলি। কারণ, তাহলে আমরা ক্যারিবিয়ার সুন্দর সব দ্বীপ দেখতে পারব। আমি তার জন্য সাগ্রহে অপেক্ষা করছি।”
সিপিএলের এবারের আসরে ২৯ বছর বয়সী সাকিবকে ১ লাখ ১০ হাজার ডলারে নিয়েছে জ্যামাইকা তালাওয়াহস। ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় নাম ক্রিস গেইল, ডেল স্টেইন, আন্দ্রে রাসেলরা আছেন তার দলে।
কলকাতা সতীর্থ অলরাউন্ডার রাসেলকে দলে পেয়ে খুশি সাকিব। বিস্ফোরক গেইলের বাড়িতে পার্টি করার জন্যও উন্মুখ হয়ে আছেন তিনি। তবে মাঠে নিজেদের সেরাটা দেওয়ার কথাও জানিয়ে রেখেছেন এই অলরাউন্ডার।
“আমার মনে হয়, আমাদের দলটি খুব ভালো। আমাদের এক সঙ্গে পারফর্ম করতে হবে, দল হিসেবে খেলতে হবে এবং ম্যাচ জিততে হবে।”
জ্যামাইকায় সাকিব সতীর্থ হিসেবে পাবেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও পাকিস্তানের ইমাদ ওয়াসিমকেও। সিপিএলে সাকিবদের প্রথম ম্যাচ আগামী ২ জুলাই।
২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে খেলেছিলেন সাকিব। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে সেবার আট ম্যাচে ১১ উইকেট নেন তিনি। এই বাঁহাতি স্পিনার ওভার প্রতি দেন ৫.৭ রান করে। পরের বারও খেলার কথা ছিল তার; কিন্তু বোর্ডের এনওসি সংক্রান্ত ঝামেলায় খেলতে পারেননি।