মার্টিন গাপটিলের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছেছে নিউ জিল্যান্ড। কেন উইলিয়ামসনের দলটি টানা তৃতীয় জয় পেতে পাকিস্তানকে ২২ রানে হারিয়েছে।
Published : 22 Mar 2016, 08:36 PM
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮০ রান করে নিউ জিল্যান্ড। জবাবে ৫ উইকেটে ১৫৮ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শারজিল খানের দাপুটে ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ষষ্ঠ ওভারে ফেরার আগে ২৫ বলে ৪৭ রানের দারুণ এক ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দলীয় ৬৫ রানে শারজিল ফিরে যাওয়ার পর থেকে রানের গতি কমতে থাকে পাকিস্তানের।
দ্রুত ফিরেন খালিদ লতিফ। দীর্ঘ সময় উইকেটে থাকা উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ৩০ রান করতে খেলেন ৩২ বল। শেষের দিকে অধিনায়ক শহিদ আফ্রিদি (৯ বলে ১৯) ছাড়া রান বলের সমীকরণের সঙ্গে পাল্লা দিতে পারেননি পাকিস্তানের কোনো ব্যাটসম্যান।
উমর আকমল ২৪ রান করতে খেলেন ২৬ বল। শোয়েব মালিক, সরফরাজ আহমেদরাও শেষের দিকে কোনো ঝড় তুলতে পারেননি। তাই চমৎকার সূচনার পরও কোনোমতে দেড়শ’ পার হয়েই থেমে যায় পাকিস্তানের ইনিংস।
নিউ জিল্যান্ডের অ্যাডাম মিল্ন ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট নেন।
এর আগে গাপটিলের ব্যাটে দারুণ সূচনা করে নিউ জিল্যান্ড। উইলিয়ামসনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৬২ রান তোলেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
মোহাম্মদ ইরফানের করা অষ্টম ওভারের দ্বিতীয় বলে উইলিয়ামসন (২১ বলে ১৭) ক্যাচ আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। কলিন মানরোও (৭) দ্রুত ফিরে যান।
পরে রস টেইলরের ২৩ বলে ৩৬ ও কোরি অ্যান্ডারসনের ১৪ বলে ২১ রানে লড়াইয়ের পুঁজি পায় আগের দুই ম্যাচে জেতা নিউ জিল্যান্ড।
৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে নিউ জিল্যান্ড। সমান ম্যাচে দুই পয়েন্ট নিয়ে এখনও রান রেটে এগিয়ে দুই নম্বরে রয়েছে পাকিস্তান। দুই ম্যাচে দুই পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৮০/৫ (গাপটিল ৮০, উইলিয়ামসন ১৭, মানরো ৭, অ্যান্ডারসন ২১, টেইলর ৩৬*, রনকি ১১, এলিয়ট ১*; সামি ২/২৩, আফ্রিদি ২/৪০, ইরফান ১/৪৬)।
পাকিস্তান: ২০ ওভারে ১৫৮/৫ (শারজিল ৪৭, শেহজাদ ৩০, লতিফ ৩, আকমল ২৪, আফ্রিদি ১৯, মালিক ১৫*, সরফরাজ ১১*; মিল্ন ২/২৬, স্যান্টনার ২/২৯, সোধি ১/২৫)।