দু:সময়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সৌম্য সরকার। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আশা, দ্রুতই রানে ফিরবেন বাঁহাতি এই ওপেনার।
Published : 22 Mar 2016, 06:40 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ইনিংসে সৌম্যর মোট রান ৪৮। সুপার টেনের দুই ম্যাচে করেছেন ০ ও ১। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তামিম ইকবাল ছিলেন না বলে সৌম্যর ওপর ছিল বাড়তি দায়িত্ব। উল্টো আউট হয়েছেন তিনি দৃষ্টিকটু শটে।
ম্যাচ শেষে মাশরাফি স্বীকার করলেন, সময়টা ভালো যাচ্ছে না সৌম্যর। তবে অধিনায়ক পাশে দাঁড়ালেন তরুণ ওপেনারের।
“টি-টোয়েন্টিতে অনেক সময় এরকম হয়। রান তাড়ায় ব্যাটসম্যানদের সবসময় ঝুঁকি নিয়ে শট খেলতে হয়। ছন্দে না থাকলে কিছুই ঠিকমত হয় না অনেক সময়। ছন্দে নেই বলে ওর কাজটা কঠিন হয়ে গেছে।”
টি-টোয়েন্টিতে অবশ্য কখনোই বড় ইনিংস খেলতে পারেননি সৌম্য। ১৭টি ম্যাচ খেলে ফিফটি নেই একটিও। অধিনায়কের বিশ্বাস, একটা বড় ইনিংসই আত্মবিশ্বাসী করে তুলবে সৌম্যকে।
“এক দিন রান করলেই সব ঠিক হয়ে যাবে। বিশ্বাসটা ফিরে পাবে ও। আশা করি, দ্রুতই আবার রানে ফিরবে।”