নানা ঘটনাপ্রবাহে একটু টালমাটাল বাংলাদেশ দল। তবে এই বাংলাদেশকে হারাতে হলেও সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে হবে ভারতকে, বলছেন আশিস নেহরা।
Published : 22 Mar 2016, 05:48 PM
বিশ্ব ক্রিকেটেই এখন সবচেয়ে সিনিয়র ক্রিকেটারদের একজন নেহরা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৭ বছর আগে। অনেকেই যদিও তাকে ফেলে দিয়েছিলেন বাতিলের খাতায়, নানা চড়াই-উতরাই পেরিয়ে কদিন আগে আবার ফিরেছেন ভারতীয় দলে। পারফর্মও করছেন।
দীর্ঘ প্রায় দেড় যুগের পথচলায় বাংলাদেশকে নেহরা দেখেছেন নানা রূপে। এখনকার বাংলাদেশকে দেখে মুগ্ধ তিনি। মাঠের ভেতরে-বাইরে নানা ধাক্কায় যদিও হঠাৎই একটু নড়বড়ে দল। ভারত ম্যাচের আগে দিন সংবাদ সম্মেলনে তবু মাশরাফিরা দারুণ সমীহ পেলেন নেহরার কাছ থেকে।
“সবাই জানে বাংলাদেশ খুব ভালো করছে। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলেছে ওরা। গত ২-৩-৪ বছরে বাংলাদেশের ক্রিকেট যেভাবে এগিয়েছে, সেটা অসাধারণ। বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, আমাদের পুরোটা দিয়েই খেলতে হবে ওদের হারাতে হলে।”
অভিজ্ঞ এই পেসারের মতে, বাংলাদেশের এই উত্থান বিশ্ব ক্রিকেটের জন্যও দারুণ।
“বাংলাদেশ খুব ভালো করছে। বিশেষ করে সীমিত ওভারে। তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানের মতো দারুণ সব ক্রিকেটার বেরিয়ে এসেছে। ওরা আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল খেলছে। শুধু বাংলাদেশের জন্যই নয়, বাংলাদেশ যেভাবে খেলছে সেটা বিশ্ব ক্রিকেটের জন্যও ভালো।”