সুপার টেনে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশের শেষ চারে খেলার সম্ভাবনা খুবই কম। অনেক যদি আর কিন্তুর ওপর নির্ভর করে গাণিতিকভাবে এখনও সেমি-ফাইনালে খেলতে পারে মাশরাফিরা, তাই আশা না ছেড়ে লড়ে যেতে চান সাকিব আল হাসান।
Published : 22 Mar 2016, 05:37 PM
প্রতি দলের দুটি করে ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে নিউ জিল্যান্ড। দুই পয়েন্ট করে নিয়ে যথাক্রমে পরের তিনটি স্থানে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ভারত। শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে আছে বাংলাদেশ।
নিজেদের শেষ দুই ম্যাচে ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের। এই দুই ম্যাচ জিতলে শেষ চারের সম্ভাবনা বেঁচে থাকতে পারে সাকিবদের।
“গানিতিক ভাবে সেমি-ফাইনালে খেলা সম্ভব। আমরা সবাই জানি এখন বাস্তবতা কি। খুবই কঠিন।”
বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আপাতত এই ম্যাচ নিয়েই ভাবতে চান সাকিব।
“আমরা কালকের ম্যাচ নিয়ে চিন্তা করছি। এরপর আমরা পরবর্তী ম্যাচ নিয়ে চিন্তা করব। আমার মনে হয়, এই সব ক্ষেত্রে সব দলই একটি একটি করে ম্যাচ নিয়ে চিন্তা করে।”