নিষেধাজ্ঞায় তাসকিন আহমেদকে হারিয়েছে বাংলাদেশ, চোট থেকে ফিরে পেয়েছে মুস্তাফিজুর রহমানকে। আছেন কার্যকর আরও বেশ কিছু বোলার। বাংলাদেশের বোলিং গভীরতায় তাই কমতি দেখছেন না ভারতীয় পেসার আশিস নেহরা।
Published : 22 Mar 2016, 05:11 PM
গত কিছুদিনে টি-টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম সেরা বোলার ছিলেন তাসকিন। বাঁহাতি স্পিনার আরাফাত সানি তো সীমিত ওভারের ক্রিকেটে বরাবরই কার্যকর। কিন্তু বোলিংয়ে নিষিদ্ধ হওয়ায় দুজনকেই হারিয়েছে বাংলাদেশ।
দুজন গুরুত্বপূর্ণ বোলারকে ছাড়াই বুধবার ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। তবে মঙ্গলবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নেহরা বললেন, তাসকিনদের ছাড়াও বাংলাদেশের বোলিং হেলা করার মত নয়।
“তাসকিনকে হারিয়েছে ওরা, কোনো সন্দেহ নেই ওদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ বোলার ছিল। কিন্তু মুস্তাফিজ কয়েক ম্যাচ খেলেনি সাইড স্ট্রেইন নিয়ে, ও ফিরে এসেছে। আল আমিন আছে, সাকিব আল হাসান তো দারুণ অলরাউন্ডার। বোলিং গভীরতা ওদের অনেক। আমার মনে হয় না ২-১ জন বোলার না থাকায় ওদের বোলিং দুর্বল হয়েছে।”