টি-টোয়েন্টিতে ফিল্ডিং পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করছেন সাকিব আল হাসান। তাই পরের ম্যাচগুলোতে নিজেদের ফিল্ডিংয়ে উন্নতির জন্য সতীর্থদের তাগিদ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
Published : 22 Mar 2016, 04:52 PM
সোমবার অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হারা ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং ছিল সাধারণ মানের। তবে সেদিনের বাজে ফিল্ডিংকে হারের জন্য অজুহাত বানাতে চান না সাকিব।
“টি-টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা সবগুলো ক্যাচ ধরতে চাই, ফিল্ডিংয়ে রান সেভ করতে চাই। আমরা গতকাল ফিল্ডিং ঠিকমত করতে পারিনি। এটা হতাশাজনক।”
সাব্বির রহমান, সৌম্য সরকারদের মতো দারুণ কয়েক জন ফিল্ডার আছেন বাংলাদেশ দলে। মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহদের মতো সিনিয়র ক্রিকেটারদেরও ফিল্ডিং যথেষ্ট ভালো। বাংলাদেশের সহ-অধিনায়কের বিশ্বাস পরের ম্যাচগুলোতে স্বরূপেই দেখা যাবে তাদের।
“আমাদের দলে তরুণ ও অসাধারণ ফিল্ডার রয়েছে। আশা করছি, গতকাল (সোমবার) যে ভুলগুলো হয়েছে সেগুলো সামনে আর হবে না।”
সাকিব মনে করেন, অস্ট্রেলিয়া ম্যাচ ফিল্ডিংয়ের দিক থেকে তাদের জন্য একটি বাজে দিন ছিল। তার বিশ্বাস, সেদিন ভুলে দ্রুত ঘুরে দাঁড়াবেন সতীর্থরা।