ক্রিকেটারদের বেতন বেড়েছে

মাঠের চমৎকার পারফরম্যান্সের প্রভাব পড়েছে ক্রিকেটারদের বেতনে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2016, 04:02 PM
Updated : 22 Feb 2016, 05:56 PM

গত বছর ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে চারটি ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে মাশরাফি বিন মুর্তজার দল।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সভা শেষে সংগঠনের প্রধান নাজমুল হাসান জানান, কেন্দ্রীয় চুক্তির ১৪ জন খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করেছেন তারা।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়রা হলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, আরাফাত সানি, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো এসেছেন সাব্বির রহমান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।

এ বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন শফিউল ইসলাম ও এনামুল হক। 

বেতন বাড়ানোর ঘোষণা দেওয়ার সময় নাজমুল হাসান জানান, চোট পুনর্বাসনের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ না করায় আপাতত কেন্দ্রীয় চুক্তির বাইরে আছেন পেসার রুবেল হোসেন।