বাংলাদেশের ‘স্পেশাল’ দিন

নিজের শতক, রেকর্ড গড়া, সেই ইনিংসে দলের বড় জয়, কোয়ার্টার-ফাইনালে ওঠা, সব মিলিয়ে প্রাপ্তিতে টইটম্বুর দিনটিকে নাজমুল হোসেন শান্ত বলছেন ‘স্পেশাল’ এক দিন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2016, 02:47 PM
Updated : 31 Jan 2016, 02:47 PM

গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে খেলেছিলেন শান্ত। দারুণ সম্ভাবনাময় দল নিয়েও সেবার গ্রুপ পর্ব উতরাতে পারেনি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে রান রেটের খাড়ায় কাটা পড়ে খেলতে হয়েছিল প্লেট পর্বে।

ছোটদের বিশ্বকাপের সেই দলেও সবচেয়ে ছোটদের একজন ছিলেন যিনি, এবার তিনি দলের সহ-অধিনায়ক। ব্যাটিংয়ে সবচেয়ে বড় ভরসাও। সেটার প্রতিফলন পারফরম্যান্সেও। প্রথম দুই ম্যাচেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ফেলল বাংলাদেশ। দুই ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ শান্ত।

রোববার স্কটল্যান্ডকে হারিয়ে শেষ আট নিশ্চিত করার দিনে অসাধারণ এক শতক করে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন শান্তই। এই ইনিংসের পথে গড়েছেন যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড। পড়ে ফিল্ডিংয়েও শান্ত ছিলেন দুর্দান্ত। দাপুটে জয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।

এই সব কিছুর মিশেল ফুটে উঠল ম্যাচ শেষে শান্তর উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায়।

“দিনটা খুব স্পেশাল। প্রথম কারণ আমরা দ্বিতীয় রাউন্ডে উঠেছি। আমি সেঞ্চুরি করেছি, আগের ম্যাচে যেটা হয়নি। আমার সেঞ্চুরিটা দলের কাজে লেগেছে, দল জিতছে। দিনটি তাই খুবই স্পেশাল।”