টানা দ্বিতীয়বার মাশরাফি বিন মুর্তজার কাছে বিপিএলের ফাইনালে হারের পর তার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন মাহমুদউল্লাহ। বরিশাল অধিনায়কের কাছে অনুপ্রেরণাদায়ী মাশরাফি সত্যিকারের চাম্পিয়ন।
Published : 16 Dec 2015, 03:07 PM
২০১৩ সালের আসরের ফাইনালে মাশরাফির ঢাকা ডায়নামাইটসের কাছে হেরেছিল মাহমুদউল্লাহর চিটাগং কিংস। এবার মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে শেষ বলে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছে মাহমুদউল্লাহর বরিশাল বুলসের।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় আসরের ফাইনালে ৩ উইকেটে হারের পর মাশরাফির উচ্ছ্বসিত প্রশংসা করেন মাহমুদউল্লাহ।
“মাশরাফি ভাইকে অভিনন্দন। আমরা সবাই জানি, উনি কতটা ভালো অধিনায়ক, কতটা অনুপ্রেরণাদায়ী অধিনায়ক। মাশরাফি ভাইকে অনেক কৃতিত্ব দিতেই হবে। মাশরাফি ভাই সত্যিকারের একজন চ্যাম্পিয়ন অধিনায়ক।”
মাশরাফির দলের সঙ্গে নিজের দলের ভালো মিল দেখছেন মাহমুদউল্লাহ, “কাগজে-কলমে সবাই কুমিল্লা ও আমাদের দলকে পিছিয়ে রেখেছিল। কিন্তু আমরাই ফাইনাল খেললাম। মাশরাফি ভাইদের দলেও ছিল দারুণ একতা।”
চোটের জন্য কয়েকটি ম্যাচে বোলিং করতে পারেননি মাশরাফি। সেই ম্যাচগুলোতে তিনি খেলেছেন কেবল অধিনায়ক হিসেবেই।
সংবাদ সম্মেলনে জাতীয় দলের সতীর্থ মাহমুদউল্লাহর নেতৃত্বেরও প্রশংসা করেছেন টানা তৃতীয়বারের মত অধিনায়ক হিসেবে বিপিএলের শিরোপা জেতা মাশরাফি।