ম্যাচ শেষে যাবতীয় আলোচনায় অলক-মাশরাফি। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফাইনাল জয়ে ইমরুল কায়েসেরও যে বড় অবদান আছে তা মনে করিয়ে দিলেন অধিনায়ক নিজেই।
Published : 16 Dec 2015, 02:52 PM
রান-বলের দুরূহ এক সমীকরণ মিলিয়ে অসাধারণ ইনিংসে কুমিল্লাকে জিতিয়েছেন অলক কাপালি। টুর্নামেন্ট জুড়ে তুখোড় নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। মাতামাতি স্বাভাবিকভাবে ছিল তাদের নিয়েও।
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনেও সব প্রশ্ন ছিল এসব কেন্দ্রিকই। কিন্তু জয়ের আরেক নায়কের কথা মনে করিয়ে দিলেন কুমিল্লা অধিনায়ক।
“ইমরুলের কথা আমরা কেউ বলছি না। আমাদের জয়ের পথে নিয়ে গেছে কিন্তু ইমরুলের ইনিংসটিই। পরে শেষ করেছে অলক। ইমরুলের অনেক কৃতিত্ব আছে।”
১৫৭ রান তাড়ায় কুমিল্লাকে পথে রেখেছিল ইমরুলের ইনিংসটিই। ৬ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫৩ রানের ইনিংসে রানরেট কখনোই নাগালের বাইরে যেতে দেননি ইমরুল।
ইমরুলের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়েই ম্যাচ শেষ করেছেন অলক। হয়ে উঠেছেন নায়ক।
তবে লোকে যে শেষটাই মনে রাখে, সেই বাস্তবতাও বোঝেন মাশরাফি।
“ক্রিকেট হয়ত এরকমই। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট। পুরোটা ভালো খেললেও দুটি ওভার বা দুটি বল খেলার মোড় পাল্টে দেয়।”