বিপিএলের ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলার পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রতি কৃতজ্ঞতা জানালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান অলক কাপালি।
Published : 16 Dec 2015, 02:47 PM
এবারের বিপিএলে দর্শক হয়েই থাকার কথা ছিল অলক কাপালির। বিপিএলের প্লেয়ার্স বাই চয়েজ-এ উপেক্ষিত থাকায় মুষড়ে পড়েছিলেন। তখন মাশরাফি কুমিল্লা দলকে অনুরোধ করেছিলেন অলককে নিতে।
পরে আবার অলককে নিয়ে রংপুর রাইডার্সের সঙ্গে রশি টানাটানি হয় কুমিল্লার। সেখানেও অলককে দলে নিতে অটল ছিলেন কুমিল্লা অধিনায়ক মাশরাফি ও কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুধু দলে নিয়েই কাজ শেষ নয়, টুর্নামেন্ট জুড়ে অলককে অনুপ্রেরণাও দিয়ে গেছেন মাশরাফি।
সেই অলকই শেষ পর্যন্ত ফাইনালে কুমিল্লার জয়ে নায়ক। আড়াল ছেড়ে দীর্ঘদিন পর পাদপ্রদীপের আলোয়। তবে ভুলে যাননি দু:সময়ের ত্রাতাকে। ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে বন্ধু-অধিনায়ককে প্রাপ্য কৃতিত্বটা দিতে ভুল করেননি অলক।
“আমি অনেক সময়ই আপসেট ছিলাম। ভালো খেলতে পারছিলাম না। মাশরাফি সবসময়ই পাশে ছিল। সমর্থন করেছে। সবসময় বলেছে, ‘তুই পারবি, তোর ভেতর সেই জিনিসটা আছে’ ওর কথাগুলো আমার দারুণ কাজে লেগেছে।”