দল সাজানোর পর মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটসম্যানের অভাব দেখছিলেন মাশরাফি বিন মুর্তজা। এজন্যই কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক শেষ মুহূর্তে দলে নিয়েছিলেন অলক কাপালীকে।
Published : 16 Dec 2015, 02:25 PM
বিপিএলের প্লেয়ার্স বাই চয়েজে উপেক্ষিত থাকলেও অনেক নাটকের পর অলককে দলে নিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ২৮ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে কুমিল্লাকে জিতিয়েছেন সেই অলকই। প্রায় হাতের মুঠো থেকে বেরিয়ে যাওয়া ম্যাচ জিতিয়ে দলকে এনে দিয়েছেন শিরোপা।
মঙ্গলবার ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে অলককে দলে নেওয়ার পেছনের ভাবনা জানালেন কুমিল্লা অধিনায়ক মাশরাফি।
“অলককে চাওয়ার একটিই কারণ ছিল, সে অভিজ্ঞ ব্যাটসম্যান। অনেকেই মনে করে, যারা শট খেলতে পারে, টি-টোয়েন্টি শুধু তাদেরই খেলা। কিন্তু আমি মনে করি, এখানে অভিজ্ঞরাই বেশি সফল। কারণ পরিস্থিতি দ্রুত বদলায়, সেটার সঙ্গে মানিয়ে নিতে হয়।”
ফাইনাল ম্যাচ দিয়েই নিজের ভাবনার পক্ষে যুক্তি দিলেন মাশরাফি।
“ফাইনালে শেষ দিকে যে পরিস্থিতি ছিল, অলক সেটা যেভাবে সামলেছে, একজন তরুণ ক্রিকেটার সেটা পারত না। অনেক ঠাণ্ডা, শান্ত ছিল অলক। তরুণ কেউ হলে সেটা পারত না।”
প্লেয়ার্স বাই চয়েজ-এ উপেক্ষিত ছিলেন অলক। পরে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে দলে নিতে কুমিল্লার স্বত্বাধিকারীকে অনুরোধ করেন মাশরাফি। পরে অলকের ব্যাপারে আগ্রহী হয় রংপুর রাইডার্সও। রংপুরের সঙ্গে কয়েকদিন অনুশীলনও করেন অলক। কিন্তু ছাড়তে চায়নি কুমিল্লা। অনেক দেন-দরবারের পর শেষ পর্যন্ত এই ব্যাটসম্যানকে পায় কুমিল্লা।
সেই অলকের ব্যাটে কুমিল্লা পেল শিরোপার স্বাদও।