বিপিএলে বরিশাল বুলসের সাফল্যে অধিনায়ক মাহমুদউল্লাহর বড় অবদান দেখছেন গ্রাহাম ফোর্ড। বরিশাল কোচ প্রশংসায় ভাসিয়েছেন তার অধিনায়ককে।
Published : 16 Dec 2015, 02:10 PM
ফাইনালে হারলেও এবারের বিপিএল চমক জাগানিয়া পারফরম্যান্স ছিল বরিশালের। কাগজে-কলমে সবচেয়ে পিছিয়ে থাকা দলটিই মাহমুদউল্লাহর নেতৃত্বে পৌঁছে গিয়েছিল শিরোপার খুব কাছাকাছি।
ফাইনালে শেষ বলে হারলেও টুর্নামেন্ট জুড়ে বরিশালের পারফরম্যান্স ও মাহমুদউল্লাহর নেতৃত্ব ছিল দারুণ প্রশংসিত। ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে বরিশাল কোচ গ্রাহাম ফোর্ডও উচ্ছ্বসিত প্রশংসা করলেন মাহমুদউল্লাহর।
“আমাদের সাফল্যে মাহমুদউল্লাহর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শুধু ব্যাটে-বলে পারফরম্যান্সে নয়, ওর নেতৃত্ব ছিল অসাধারণ।”
৫৫ বছর বয়সী ফোর্ড বিশ্ব ক্রিকেটেরই অন্যতম শ্রদ্ধেয় কোচ। কোচিং করিয়েছেন ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে। কাছ থেকে দেখেছেন অনেককে। সেই তিনিও মুগ্ধ মাঠের ভেতরে-বাইরে মাহমুদউল্লাহর নেতৃত্ব দেখে।
“টেকনিক্যালি সে দুর্দান্ত। পাশাপাশি ম্যান-ম্যানেজমেন্ট ও সতীর্থদের কাছ থেকে সেরাটা আদায় করে নেওয়ায় ওর দক্ষতা ছিল দারুণ। এসব আসলে আমার বলে বোঝানোরও কিছু নেই, সবাই দেখেছে।”