বিপিএলে মাহমুদউল্লাহর অধিনায়কত্ব দেখে বিস্মিত ও মুগ্ধ মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস, সময়ই পরিণত করেছে মাহমুদউল্লাহকে।
Published : 16 Dec 2015, 01:35 PM
মাশরাফি ও মাহমুদউল্লাহ, এবারের বিপিএলে দুজনের নেতৃত্বই ছিল তুমুল আলোচিত। অধিনায়ক মাশরাফিকে বাংলাদেশের ক্রিকেট চিনত ভালোভাবেই। কিন্তু ঘরোয়া ক্রিকেটে আগে অধিনায়কত্ব করলেও এবার বিপিএলে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মাহমুদউল্লাহ।
মঙ্গলবার ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে মুগ্ধতার কথা জানালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি।
“রিয়াদকে দেখে আমি সত্যিই বিস্মিত হয়েছি। ঢাকা লিগে বা জাতীয় লিগে অধিনায়কত্ব করে আসছেও। কিন্তু তারপরও বিপিএলে দেখে বিস্মিত হয়েছি। বোলিং পরিবর্তন, মাঠ সাজানো থেকে শুরু করে সব সিদ্ধান্ত নেওয়া, যখন যেখানে যা দরকার ছিল, সেটা করতে পেরেছে। রিয়াদকে অভিনন্দন দলকে এভাবে নেতৃত্ব দেওয়ার জন্য।”
মাশরাফির ধারণা, অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষাই প্রতিফলিত হচ্ছে মাহমুদউল্লাহর নেতৃত্বে।
“কজন ক্রিকেটার যত খেলে বা দেখে, তত পরিণত হয়। রিয়াদের এখন যে বয়স, অনেক অভিজ্ঞ ক্রিকেটার। এখন ওর সময় এ ধরনের কিছু করার। ঢাকা লিগ টিভিতে দেখায় না, সব ম্যাচ সবার দেখার সুযোগ হয় না। এখানে সব ম্যাচ দেখা গেছে। এজন্য চোখেও পড়েছে ওর অধিনায়কত্ব।”