নিজের নেতৃত্বগুণ নিয়ে একদমই উচ্ছ্বাস নেই মাশরাফি বিন মুর্তজার। অধিনায়ক হিসেবে নিজেকে দিচ্ছেন দশে শূন্য!
Published : 16 Dec 2015, 12:46 PM
বাংলাদেশের ক্রিকেটকে ইতিহাসের সেরা সাফল্য এনে দিয়েছেন মাশরাফি এই বছর। এর পর বিপিএলেও দেখালেন তার নেতৃত্ব জাদু। কাগজে-কলমে শক্তিতে অনেক পিছিয়ে থাকা ও চোট-জর্জর একটি দলকে নেতৃত্ব দিলেন শিরোপা জয়ে। তিন বিপিএলের প্রতিটিতেই চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি।
প্রতিদিনই যেন তার নেতৃত্ব স্পর্শ করছে নতুন উচ্চতা। বিপিএল ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো মাশরাফি নিজে অধিনায়ক হিসেবে নিজেকে কতটা নম্বর দেবেন? হাসিমুখে মাশরাফির উত্তর, “দশে শূন্য!”
সম্পূরক পাল্টা প্রশ্নটাও উঠল, কেন? ব্যখ্যা কি?
এবার নির্লিপ্ত কণ্ঠে মাশরাফির জবাব, “এটা নিয়ে আসলে আমার কোনো অনুভূতিই নেই!”
মাশরাফির উত্তরে অবশ্য খুব বিস্ময়ের কিছু নেই। বরাবরই নিজেকে নিয়ে বাড়াবাড়িতে খুবই সতর্ক বাংলাদেশ অধিনায়ক। তার নেতৃত্ব নিয়ে উচ্ছ্বাস এখন আকাশ ছুঁতে চাইছে বাংলাদেশের ক্রিকেটে। কিন্তু যথারীতি মাশরাফির পা বাস্তবতার জমিনে।
“অধিনায়ক হওয়ার পর এখনও বাজে সময় আসেনি। এজন্য সবাই প্রশংসা করছে। কিন্তু একটা দল সফল হলে পুরো দলেরই অবদান থাকে। দলের পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করাটা গুরুত্বপূর্ণ। কোচের অবদান থাকে। বাংলাদেশের কথা বলতে গেলে সবার আগে আমি চন্দিকা হাথুরুসিংহের কথা বলি। কুমিল্লার সাফল্যেও কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অনেক অবদান।”