প্লেয়ার্স বাই চয়েজ-এ অলক কাপালী ছিলেন উপেক্ষিত। কেউ দলে নেয়নি অভিজ্ঞ ব্যাটসম্যানকে। নানা নাটকীয়তার পর বিপিএলে দল পাওয়া সেই অলকই শেষ পর্যন্ত ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের নায়ক!
Published : 15 Dec 2015, 09:54 PM
২৮ বলে অপরাজিত ৩৯ রানের অসাধারণ এক ইনিংসের বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয় এনে দিয়েছেন অলক। রুদ্ধশ্বাস ফাইনালে কুমিল্লা ৩ উইকেটে হারিয়েছে বরিশাল বুলসকে।
এক পর্যায়ে শেষ ৯ বলে ২৩ রান দরকার ছিল কুমিল্লার। হাত থেকে ছিটকে যাচ্ছিল ম্যাচ। বেশ অনেকক্ষণ উইকেটে থেকেও তখনও ডানা মেলতে পারেননি অলক। ২১ বলে রান ছিল ১৮।
সেখান থেকে হঠাৎ করেই ঝড় তুললো অলকের ব্যাট। বাংলাদেশের ক্রিকেটে তার সেরা সময়কে মনে করিয়ে দেওয়া দারুণ সব শটে অসাধারণ এক জয় এনে দিলেন কুমিল্লা।
অথচ এই বিপিএলে তার খেলা নাও হতে পারত! বিপিএলের প্লেয়ার্স বাই চয়েজ-এ ছিলেন তিনি উপেক্ষিত। দল না পেয়ে হতাশায় মুষড়েও পড়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মাশরাফি বিন মুর্তজা এরপর কুমিল্লাকে অনুরোধ করেন অলককে দলে নিতে। তত দিনে অলকের প্রতি আগ্রহী হয় রংপুর রাইডার্স্।
এমনকি রংপুরের হয়ে কদিন অনুশীলনও করেন অলক। কিন্তু দাবি ছাড়েনি কুমিল্লাও। এই নিয়ে চলে টানাপোড়েন। শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরুর ঠিক আগে আগে কুমিল্লা পায় অলককে। সেই অলকই শেষ পর্যন্ত হলেন ফাইনালের নায়ক!