শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট: আগামী আসরে খেলবে শ্রীলঙ্কাও
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2015 02:44 PM BdST Updated: 10 Sep 2015 02:44 PM BdST
শারীরিক প্রতিবন্ধীদের পাঁচ জাতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম আসরের সাফল্যে খুশি আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী আসরও হবে বাংলাদেশে। সেই টুর্নামেন্টে যুক্ত হতে পারে শ্রীলঙ্কাও।
বিকেএসপির তিন নম্বর মাঠে বৃহস্পতিবার পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল খেলা দেখার সময় আইসিআরসি বাংলাদেশের কমিউনিকেশন ডেলিগেট মাইকেল কিফলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম আসরে অভাবনীয় সাড়া পেয়েছেন তারা।
“আমরা খুব ভালো সাড়া পেয়েছি। গণমাধ্যম গুরুত্ব দিয়ে টুর্নামেন্ট কাভার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপক সাড়া পেয়েছি। আমরা এই টুর্নামেন্ট অব্যাহত রাখবো।”
মাইকেল কিফলে জানান, তাদের লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে। শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছে। তারা যে কারোর মতোই সক্ষম, তার প্রমাণ দিয়েছেন।
“ক্রিকেটের মতো একটি কঠিন আর জনপ্রিয় খেলাও শারীরিক প্রতিবন্ধীরা খেলেছেন। সামাজিক অ্যাওয়ারনেস বাড়ানোর যে লক্ষ্য আমাদের ছিল আমার মনে হয় তা অনেকটাই পূরণ হয়েছে।”
এবারের আসরে পাঁচটি দেশ থেকে পাঁচটি দল খেলেছে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও আফগানিস্তানের একটি করে দল টুর্নামেন্টে অংশ নেয়। মাইকেল কিফলে জানান, ২০১৬ সালের আসরে আরও বেশি দল অংশ নিতে পারে।
“এটা একটা বহুজাতিক টুর্নামেন্ট। আশা করছি, আগামী বছরগুলোতে আরও অনেকগুলো দল অংশ নেবে। শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা হয়েছে, আগামী আসরে ওরা অংশ নেবে। তবে আমি আরও বেশি দল আশা করছি।”
আন্তর্জাতিক রেডক্রসের সঙ্গে এ টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বিসিবি।
দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার।
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন