শাহরিয়ার-বীরত্বের পরও বাংলাদেশের হার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2015 03:36 PM BdST Updated: 07 Sep 2015 03:36 PM BdST
আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে আফগানিস্তান। উত্তেজনা ছড়ানো ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে দলটি। অসাধারণ এক অর্ধশতক করেও স্বাগতিকদের দ্বিতীয় হার থেকে বাঁচাতে পারেননি শাহরিয়ার শামীম।
সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ।
প্রথম ১০ ওভারে ৪০ রান সংগ্রহ করা বাংলাদেশ লড়াইয়ের পুঁজি গড়ে শাহরিয়ারের দৃঢ়তায়। ৫৬ রানে অপরাজিত থাকেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার ৪৭ বলের ইনিংসটি গড়া ৫টি চার ও দুটি ছক্কায়।
দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন আমিন উদ্দিন। এছাড়া অপূর্ব কুমার ১৯ রান করেন।
স্বাগতিকদের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
আফগানিস্তানের আব্দুল্লাহ ও মাহমুদ উল্লাহ দুটি করে উইকেট নেন।
জবাবে ১৯ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।
আফগানিস্তানের সর্বোচ্চ রান করেন মাহমুদ (৩২)। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করে অপরাজিত থাকেন সানগার। এ ছাড়া ওবায়দুল্লাহ ১৬ রান করেন।
বাংলাদেশের ধ্রুপম পত্রনবীশ তীর্থ ১৯ রানে নেন দুই উইকেট।
আন্তর্জাতিক রেডক্রসের সঙ্গে এ টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বিসিবি।
দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার।
-
সাকিবের চারে ১২২ রানে শেষ উইন্ডিজ
-
বাংলাদেশ ক্রিকেটের শুরুর সৈনিক রাইসউদ্দিন আর নেই
-
শের-ই-বাংলা স্টেডিয়ামে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’
-
বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫
-
পরিসংখ্যানে ব্রিজবেন দুর্গ ভাঙার ম্যাচ
-
নতুন চেহারার দ. আফ্রিকা টি-টোয়েন্টি দল
-
মিরপুরে ২৬০-২৬৫ রান চায় উইন্ডিজ
-
ভারত টেস্ট দলে ফিরলেন ইশান্ত-পান্ডিয়া
সর্বাধিক পঠিত
- তিনে টিকলেন না শান্ত
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- সৌম্যকে জানানো হয়েছে ‘৪-৫ মাস আগে’
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- বিশ্বকাপের পথে মূল মন্ত্র ‘বাংলাদেশি ব্র্যান্ড’
- মাশরাফির আওয়াজ একটাই ‘বাংলাদেশ’
- ব্রিজবেন দুর্গ জয় করে ভারতের ইতিহাস
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প