ইংল্যান্ডের কাছে পাকিস্তানের হার

আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইংল্যান্ড। রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৮ রানে হারিয়েছে তারা। টুর্নামেন্টে এটি পাকিস্তানের প্রথম হার।  

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2015, 09:16 AM
Updated : 6 Sept 2015, 09:17 AM

বিকেএসপির চার নম্বর মাঠে রোববার টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। 
 
সর্বোচ্চ ৫৫ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হ্যামন্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে ক্যালাম ফ্লিনের ব্যাট থেকে। এছাড়া ইয়ান নাইন ২৫ ও জেমি গুডউইন ২২ রান করেন। 
 
পাকিস্তানের নিহার আলম ২৪ রানে নেন দুই উইকেট। 
 
জবাবে ৮ উইকেটে ১৪৮ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। 
 
সর্বোচ্চ ৫৪ রান করেন রেহান গনি। ২৬ রানে অপরাজিত থাকেন নিহার। এ ছাড়া জাহানজীব তাওয়ানা ২২ ও মাতলুব কুরেশী ১৬ রান করেন। 
 
ইংল্যান্ডের ফ্লিন, হ্যামন্ড ও ফ্রেড ব্রিজেস দুটি করে উইকেট নেন।
 
আন্তর্জাতিক রেডক্রসের সঙ্গে এ টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বিসিবি।
 
দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার।