ভারতকে হারাল ইংল্যান্ড

আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৬ রানে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 10:05 AM
Updated : 5 Sept 2015, 10:05 AM

বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫০ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। টপ অর্ডারের দৃঢ়তায় প্রথম ইনিংসেই জয় মোটামুটি নিশ্চিত করে আগের ম্যাচে বাংলাদেশের কাছে হারা দলটি।
 
সর্বোচ্চ ৪১ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান হুগো হ্যামন্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান গর্ডন ল্যাইডলর ব্যাট থেকে। তিন নম্বর ব্যাটসম্যান জেমি টমাস গুডউইন খেলেন ৩৩ রানের আরেকটি চমৎকার ইনিংস।
 
ভারতের অধিনায়ক দিনেশ কুমার ২৫ রানে নেন দুই উইকেট।
 
জবাবে ১১ ওভারে ৩ উইকেটে ৫৩ রান করে ভারত। এরপর বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি হয়। 
 
২৪ রানে অপরাজিত থাকেন কুনাল দত্ত রায়। এছাড়া ১২ রান করেন ময়ুরেশ মিলিন্দ।
 
ইংল্যান্ডের ফ্রেডেরিক ব্রিজেস ২২ রানে নেন দুই উইকেট।  
 
আন্তর্জাতিক রেডক্রসের সঙ্গে এ টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বিসিবি।
 
দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার।