মাতলুবের দৃঢ়তায় পাকিস্তানের শুভসূচনা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2015 06:05 PM BdST Updated: 04 Sep 2015 07:39 PM BdST
মোহাম্মদ মাতলুবের দারুণ ব্যাটিংয়ে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
শুক্রবার বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে ১১৮ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাবে ৪ ওভার বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাতলুব ও হাসনাইন আলমের দৃঢ়তায় শুরুটা দারুণ হয় পাকিস্তানের। অধিনায়ক হাসনাইন ৩৫ রান করে ফিরে গেলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মাতলুব। এক হাতে ব্যাটিং করা এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৫৫ রানে। তার ৪৬ বলের ইনিংসটি সাজানো ৮টি চারে।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে ওবায়দুল্লাহর ব্যাট থেকে। এই দুই জন ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল জুবায়ের (১৭)।
২১ রানে ৪ উইকেট নিয়ে আহমেদ জাভেদ পাকিস্তানের সেরা বোলার। উমাইজ-উর-রেহমান মাত্র ১২ রানে নেন ৩ উইকেট।
আন্তর্জাতিক রেডক্রসের সঙ্গে এ টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বিসিবি।
দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার।
আরও পড়ুন
-
ফিল্ডিং অনুশীলন খুব বেশি করেন না পান্ডিয়া!
-
প্রস্তুতির ব্যাটিংয়ে আশার ছবি দেখছেন শান্ত
-
ব্যাটিং অনুশীলন ভালোই হলো তামিম-মুশফিকদের
-
আইপিএল জিতলে কী করবেন, জানেন না ডি ভিলিয়ার্স
-
পার্কিনসনের কবজির মোচড়ে যেন ওয়ার্নের ‘বল অব দা সেঞ্চুরি’
-
মাঠে যদি দেখা যেত ১১ জন জাদেজা!
-
ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
-
বিশ্বকাপ ভাবনায় মালিককে চান আফ্রিদি
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- মামুনুল গ্রেপ্তার
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- কী ঘটেছে বাঁশখালীতে?
- ইলিয়াসকে ‘গুমের পেছনে বিএনপির কেউ’, ইঙ্গিত মির্জা আব্বাসের
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- হেফাজত নেতা জুনায়েদ ও জালাল গ্রেপ্তার