স্মিথকে নিয়ে একবিন্দুও উদ্বিগ্ন নন ফিঞ্চ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2021 08:48 PM BdST Updated: 14 Nov 2021 01:29 AM BdST
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্টিভেন স্মিথ রান খরায় ভুগছেন অনেক দিন ধরে, সবশেষ ফিফটি করেছেন দুই বছর আগে। পরের ১৩ ইনিংসে ৩০ ছুঁতে পেরেছেন কেবল চারবার। তবে তার ওপর আস্থার কোনো কমতি নেই অ্যারন ফিঞ্চের। অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, তারকা সতীর্থের সামর্থ্য নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই তার।
Related Stories
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চার ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন স্মিথ। যার দুটিতে যেতে পেরেছেন দুই অঙ্কে, সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫ রান।
এমনিতেও অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয় স্মিথের। ৪১ ইনিংসে রান করেছেন ৮৬৩, গড় ২৬.৯৬, ফিফটি কেবল চারটি। স্ট্রাইক রেটও আহামরি কিছু নয়, ১২৬.১৬।
আইপিএলের সবশেষ আসরেও হাসেনি স্মিথের ব্যাট। কোয়ালিফায়ার থেকে বাদ পড়া দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ৮ ম্যাচ। ১১২.৫৯ স্ট্রাইক রেটে রান করেন কেবল ১৫২, ফিফটি নেই একটিও।
বিশ্বকাপ শুরুর আগেও প্রশ্ন উঠেছিল স্মিথের ফর্ম নিয়ে। তখনও সতীর্থকে সমর্থন জানান ফিঞ্চ। নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনালের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে আবারও উঠল স্মিথের প্রসঙ্গ। এবারও তিনি বললেন, ডানহাতি এই ব্যাটসম্যানের ওপর তার আস্থার কথা।
“না, তার (স্মিথের) ফর্ম নিয়ে একবিন্দুও চিন্তিত নই। সে বিশ্ব মানের ক্রিকেটার। এমন একজন খেলোয়াড়, যে বড় মঞ্চে দেখিয়েছে কতটা মূল্যবান সে। আমি লম্বা সময় ধরে যেমনটা দেখে আসছি, সে এখনও তেমনই বল মারছে। যাই হোক, কোনো উদ্বেগ নেই (স্মিথকে নিয়ে)।”
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম বৈশ্বিক শিরোপা ঘরে তোলার জন্য লড়বে তাসমান সাগর পাড়ের দুই দেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের