ক্যারিয়ারের শেষ ম্যাচ ভেবে নেমেছিলেন ওয়েড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2021 01:39 PM BdST Updated: 12 Nov 2021 05:52 PM BdST
দল তখন বিশ্বকাপ সেমি-ফাইনাল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়। তবে উইকেটে যাওয়ার সময় ম্যাথু ওয়েডের মনে আরেক দুর্ভাবনা, দেশের হয়ে হয়তো মাঠে নামতে হচ্ছে শেষবার! ম্যাচের চাপ আর ভবিষ্যতের ভাবনা, সবকিছু সামলেই ওয়েড শেষ পর্যন্ত খেলেন অসাধারণ ম্যাচ জেতানো ইনিংস। তাতে শুধু আরেকটি ম্যাচই নয়, তার ক্যারিয়ার আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ওয়েড। ১৭ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে তিনিই ম্যাচের সেরা।
অথচ ব্যাট হাতে সময়টা তার ভালো যাচ্ছিল না মোটেও। বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে অধিনায়ক হিসেবে এসে দলের মতোই নিজে ব্যর্থ হন চরমভাবে। বিশ্বকাপে দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে একটিতে অপরাজিত থাকলেও আরেকটিতে ভালো করেননি। সেমি-ফাইনাল ম্যাচের আগে সব মিলিয়ে এ বছর ১৭ টি-টোয়েন্টি ইনিংস খেলে ফিফটি করতে পারেননি একটিও।
ক্যারিয়ারে অনেকবার দলে আসা-যাওয়া করতে হওয়ায় তিনি আগেও নানা সময়ে বলেছেন, প্রতিটি ম্যাচকেই নিজের শেষ ম্যাচ ধরে খেলেন। তার পরও সিরিজ বা টুর্নামেন্টের শুরুতে একটু নিশ্চয়তা থাকে। কিন্তু সেমি-ফাইনাল ম্যাচ হারলে দলের বিদায়। নিজের ফর্মও ভালো না। সব মিলিয়ে এই ম্যাচে নিজের শেষ প্রায় দেখেই বলেছিলেন ওয়েড।
জয়ের হাসি নিয়ে ম্যাচের পর এই কিপার-ব্যাটসম্যান শোনালেন তার ম্যাচের আগের শঙ্কার কথা।
“স্রেফ ক্যারিয়ার শেষের দুয়ারে দাঁড়ানো নয়, বলা যায়, নিশ্চিতভাবেই শেষ হয়ে যেত। খানিকটা নার্ভাস হয়েই আমি এই ম্যাচে মাঠে নামি। জানতাম যে, অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করার হয়তো এটিই শেষ সুযোগ।”
“আমি স্রেফ ভালো করতে চেয়েছি এবং প্রবলভাবে চেয়েছি আমাদের জয়, যেন পুরোটা জয়ের সুযোগ আমরা পাই। ড্রেসিংরুমে অসাধারণ সব ছেলে আমাদের, যাদের সঙ্গে অনেক অনেক লম্বা সময় ধরে খেলছি।”
দারুণ ইনিংস খেলে ক্যারিয়ার আরেক ম্যাচের জন্য বেঁচে গেছে বলেই যে আরও লম্বা হবে, এটিও নিশ্চিত ধরে বসে নেই ওয়েড। বিশ্বকাপের ফাইনালের পর যদি সুযোগ না পান, সেটিও তিনি মেনে নেবেন।
“আমার মনে হয়েছিল, ফাইনালের চেয়ে সেমি-ফাইনালেই সম্ভবত স্নায়ুর চাপ বেশি। ফাইনাল মানে তো এই মঞ্চে আমরা আছি, হারানোর খুব বেশি কিছু নেই। আমরা সেখানে গিয়ে সেরাটা ঢেলে দেওয়ার চেষ্টা করব।”
“এটিও আমার শেষ ম্যাচ হতে পারে। আগেও যেমনটি বলেছি, এই বাস্তবতায় আমি মানিয়ে নিয়েছি। এটিই যদি শেষ হয়, তবে হোক। আর, যতদিন তারা আমার প্রয়োজনীয়তা অনুভব করবে এবং আশা করি আমরা কিছু ম্যাচ জিতব, ততদিন আমি আছি।”
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন