যে কারণে রিভিউ নেননি ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2021 12:23 PM BdST Updated: 12 Nov 2021 12:23 PM BdST
হাসান আলির ক্যাচ মিস, ম্যাথু ওয়েডের অসাধারণ ব্যাটিং আর নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত আর বড় হয়ে ওঠেনি ডেভিড ওয়ার্নারের আউটের ঘটনা। খুব বড় মূল্য চুকাতে হয়নি অস্ট্রেলিয়াকে। তবে দলের জয়ের আনন্দেও অস্বস্তির প্রশ্নটা উঁকি দিচ্ছে বটে। ওয়ার্নার কেন রিভিউ নেননি?
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার রান তাড়ার একাদশ ওভারে ঘটনা সেটি। পানি পানের বিরতির পর প্রথম বলেই শাদাব খানের বলে উইকেটের পেছনে ধরা পড়েন ওয়ার্নার। আম্পায়ার আঙুল তুলে দেওয়ার পর অস্ট্রেলিয়ান ওপেনার রিভিউ না নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান।
আগেই তিন উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়াকে এগিয়ে নিচ্ছিলেন মূলত ওয়ার্নারই। কিন্তু ৩০ বলে ৪৯ রান করে তিনি আউট হওয়ার পর অনেকটাই পিছিয়ে পড়ে দল। এই উইকেট নিয়ে পাকিস্তানিরা প্রায় ম্যাচ জয়ের উল্লাসই করে ফেলে।
একটু পর টিভি রিপ্লেতে দেখা যায়, ওয়ার্নারের ব্যাটেই লাগেনি বল! যদিও একটা শব্দের মতো শোনা যায়, তবে ব্যাট থেকে বল দূরেই ছিল খানিকটা। প্রশ্নটাও তখন উঠতে থাকে, দুটি রিভিউ অটুট থাকার পরও কেন রিভিউ নেননি তিনি!
টিভি ধারাভাষ্যে ইয়ান বিশপ বলেন, “অনেক সময়ই লোকে এটা বুঝতে চায় না যে, স্বয়ং ব্যাটসম্যানরাও সবসময় বুঝে উঠেতে পারে না যে বল তার ব্যাটে লেগেছে কী না।”
শেষ পর্যন্ত অবশ্য ওয়ার্নারের ভুলে ভুগতে হয়নি অস্ট্রেলিয়াকে। মার্কাস স্টয়নিসের ৩১ বলে ৪০ ও ম্যাথু ওয়েডের ১৭ বলে ৪১ রানের ঝড় আর টানা তিন ছক্কায় ম্যাচ জিতে ফাইনালে উঠে যায় তারা।
তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ওয়েড জানান, মূলত অপরপ্রান্তে গ্লেন ম্যাক্সওয়েলের সংশয় ছিল বলেই রিভিউ নেননি ওয়ার্নার।
“এটা নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ এখনও হয়নি। আশপাশ থেকে টুকটাক শুনছিলাম। একটা শব্দ হয়েছিল, সে (ওয়ার্নার) নিশ্চিত ছিল না। হতে পারে ব্যাটের হাতলে ঝাঁকি কিংবা তার ব্যাটে হাত লাগার শব্দ। সে যদিও মনে করছিল, ব্যাটে লাগেনি। তবে অপরপ্রান্তে, গ্লেন (ম্যাক্সওয়েল) কিছু একটা শুনতে পেরেছিল। আর সত্যি বলতে, ব্যাট ছাড়া বলের কাছে আর কিছু ছিল না। তখন হয়তো তার মনে হয়েছে, ব্যাটে বল লেগেছে।”
“ওই পরিস্থিতিতে আসলে কাজটা কঠিন। কত সময়ই তো দেখতে পান, ব্যাটসম্যানরা বুঝে উঠতে পারে না ব্যাটে লেগেছে কী না। অপরপ্রান্ত থেকে একটু হলেও নিশ্চয়তার প্রয়োজন হয়। এখানে সেটা হয়নি। ম্যাক্সি একটা শব্দ শুনেছিল।”
ওয়েডের মতে, পরের ম্যাচে এসব ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।
“আশা করি, পরের ম্যাচে এরকম কিছু হবে না। এটা কাজে লাগাতে হবে। এই ফরম্যাটে দুটি রিভিউ আছে, এটা ব্যবহার করতে হবে।”
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের