ক্যাচ মিসকে টার্নিং পয়েন্ট মানছেন না ওয়েড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2021 11:25 AM BdST Updated: 12 Nov 2021 11:25 AM BdST
স্রেফ একটি ভুলে কোনো ক্রিকেট ম্যাচ হেরে যাওয়া কঠিন। তবু কাঠগড়ায় হাসান আলি। পরিস্থিতিই ছিল এমন! ম্যাচের এমন একটি সময়ে এমন একজনের ক্যাচ ছেড়েছেন পাকিস্তানি পেসার, তার দিকেই আঙুল উঠছে বারবার। তবে জীবন পেয়ে যিনি অস্ট্রেলিয়ার জয়ের নায়ক, সেই ম্যাথু ওয়েড খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছেন না সেই ক্যাচ হাতছাড়া করাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালের সবচেয়ে আলোচিত মুহূর্ত আপাতত সেটি। ১০ বলে তখন অস্ট্রেলিয়র প্রয়োজন ছিল ২০ রান। শাহিন শাহ আফ্রিদির বলে স্লগ করেন ওয়েড। ডিপ মিড উইকেটে দ্রুত গতিতে দৌড়ানোর চেষ্টায় বলের ফ্লাইট বুঝতে ভুল করে একটু বেশিই সামনে এগিয়ে যান হাসান। বল হাতে লাগাতে পারলেও তা ফসকে যায় তার মুঠো থেকে।
পরের তিন বলেই তিনটি ছক্কায় দারুণ জয়ে দলকে ফাইনালে তোলেন ওয়েড। হতাশায় নুয়ে পড়েন পাকিস্তানি ক্রিকেটাররা।
ম্যাচের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ওয়েড তখন আউট হলেই ম্যাচের ফল অন্যরকম হতো। তবে ওয়েড ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, তার ভাবনা এখানে অন্যরকম।
“হাতছাড়া হওয়া ক্যাচটি… আমি নিশ্চিত নই (টার্নিং পয়েন্ট কিনা)। সম্ভবত ১২-১৪ রান লাগত তখন (ক্যাচটি নিলে লাগত ৯ বলে ২০)। তবে আমার মতে, ম্যাচ তখন এমনিতেই আমাদের দিকে হেলে পড়তে শুরু করেছিল।”
“অবশ্যই আমি আউট হয়ে গেলে অনিশ্চিত হয়ে যেত পরিস্থিতি। তবে মার্কাস (স্টয়নিস) তখনও ক্রিজে এবং প্যাট (কামিন্স) নামছিল ব্যাটিংয়ে, যথেষ্ট আত্মবিশ্বাসীই থাকতাম যে ওরা পারবে। কাজেই আমি বলব না যে ওই কারণেই (ক্যাচ মিস) আমরা জিতেছি।”
ওয়েড তখন আউট হলে স্ট্রাইকে থাকতে মার্কাস স্টয়নিস। চাপে থাকা অস্ট্রেলিয়া শেষ দিকে ঘুরে দাঁড়ায় তার দারুণ ব্যাটিংয়েই। ওই সময়টায় খেলছিলেন ৩১ বলে ৪০ রানে। বাইরে থাকা প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের ব্যাটের হাত মন্দ নয়। কিন্তু বাস্তবতা বলে, ওয়েড আউট হয়ে গেলে ৯ বলে ২০ রানের সমীকরণ মেলানো কঠিনই হতো।
ওয়েড যদিও শুধু শেষবেলায় নজর নিজে নারাজ। তার মতে, ম্যাচজুড়ে অনেক ঘটনাই হতে পারে ম্যাচের নিয়ামক।
“আমার মনে হয়, এমন একটা সময়ে ক্যাচটি মিস হয়েছে, বাকি রানগুলি করার মতো ভালো অবস্থানে আমরা ছিলাম। তিন-চার ওভার আগে এট ঘটলে হয়তো ম্যাচের ফলাফলে বেশি প্রভাব পড়তে পারত। ৮ বলে ১৩-১৪ রান তো হয়ই।”
“ম্যাচের শেষদিকের ঘটনায় বেশি মনোযোগ দিতেই পারেন। তবে এটি ছাড়াও ম্যাচে আরও অনেক ঘটনাপ্রবাহ ছিল, সেসবও ম্যাচের ভাগ্যে ভূমিকা রাখতে পারে। তবে আমার মনে হয় না ওই ক্যাচ মিস ম্যাচের ফলাফলে খুব বড় প্রভাব রেখেছে।”
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!