নিজের দোষে হাত ভেঙে কপাল পুড়ল কনওয়ের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2021 02:18 AM BdST Updated: 12 Nov 2021 09:23 AM BdST
আউট হওয়ার পর হতাশায় নিজের ব্যাটেই আঘাত করেছিলেন হাত দিয়ে। সেটিই কাল হলো ডেভন কনওয়ের। হাত ভেঙে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের এই কিপার-ব্যাটসম্যান।
শুধু ফাইনালেই নয়, আসন্ন ভারত সফরেও খেলা হবে না কনওয়ের। বৃহস্পতিবার রাতে টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট।
আগামী রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের আগে কনওয়েকে হারানো নিউ জিল্যান্ডের জন্য বড় ধাক্কাই। সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দলের ৫ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।
আবু ধাবিতে বুধবারের ওই ম্যাচে রান তাড়ায় শুরুতে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ড্যারিল মিচেলের সঙ্গে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েন কনওয়ে। ৩৮ বলে ৪৬ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে স্টাম্পড হওয়ার পরই ওই কাণ্ড করে বসেন তিনি।
পরদিন স্ক্যান রিপোর্টে দেখা যায়, ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের ডান হাতের পঞ্চম মেটাটারসাল ভেঙে গেছে।
বিশ্বকাপে চোটের কারণে এই নিয়ে দুই জন খেলোয়াড়কে হারাল নিউ জিল্যান্ড। সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ শুরুর এক ঘণ্টারও কম সময় আগে পেশির চোটে ছিটকে যান পেসার লকি ফার্গুসন।
আসরে ছয় ম্যাচে কনওয়ে করেন ১২৯ রান। সেমি-ফাইনালের আগে সুপার টুয়েলভের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়েও তিনি খেলেন অপরাজিত ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
এবারই প্রথম ২০ ওভারের বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউ জিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে এভাবে ছিটকে পড়ে কনওয়ে হতাশ, বললেন দলটির কোচ গ্যারি স্টেড।
“এই সময়ে ছিটকে গিয়ে সে খুবই হতাশ। নিউ জিল্যান্ডের হয়ে খেলতে সবসময়ই কনওয়ে মুখিয়ে থাকে। তাই এই মুহূর্তে তার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়।”
সময় কম থাকায় বিশ্বকাপ ফাইনাল ও ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে কনওয়ের বদলি নেওয়া হবে না বলে জানান স্টেড। তবে টেস্ট সিরিজে তার বিকল্প নিয়ে তারা কাজ করছেন।
ইংল্যান্ডের বিপক্ষে মিচেল ও জেমস নিশামের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ৪ ওভারে ৫৭ রানের সমীকরণ নিউ জিল্যান্ড মেলায় এক ওভার বাকি থাকতেই। তিন বছরের মধ্যে তারা জায়গা করে নেয় আইসিসি টুর্নামেন্টে তৃতীয় ফাইনালে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের রানার্সআপ দলটি এই বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে জেতে শিরোপা।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম