সেমির আগে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা

আগের ম্যাচেই জেগেছিল শঙ্কা। সেটাই সত্যি হলো। চোটের ছোবলে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে পড়লেন জেসন রয়। সেমি-ফাইনালের লড়াইয়ে নামার আগে যা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2021, 01:27 PM
Updated : 8 Nov 2021, 01:27 PM

রয়ের বদলি হিসেবে জেমস ভিন্সকে ইংল্যান্ড দলে যোগ করার অনুমতি দেওয়ার কথা সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইসিসি।

গত শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে চোট পান রয়। লক্ষ্য তাড়ায় ইনিংসের পঞ্চম ওভারে রান নিতে গিয়ে হঠাৎ খোড়াতে দেখা যায় তাকে। পরে শুয়ে পড়েন মাঠেই। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে নিয়ে মাঠ ছাড়েন চিকিৎসকরা।

পরদিন করানো স্ক্যানে রয়ের বাঁ পায়ের পেশিতে চিড় ধরা পড়ে। নক আউট পর্বের আগে তার সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই।

ইংল্যান্ডের এই ওপেনার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের পাঁচটি ম্যাচই খেলেছেন। ১৩৮.২০ স্ট্রাইক রেটে এক ফিফটিতে রান করেছেন ১২৩।

২০ ওভারের বিশ্বকাপের গত আসরে সেমি-ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৭৮ রানের ইনিংস খেলে দলকে ফাইনালে তুলতে রেখেছিলেন বড় অবদান।

এবারের আসরের প্রথম সেমি-ফাইনালে আগামী বুধবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রয়কে ছাড়াই নামতে হবে ইংল্যান্ডকে।

দলে আসা ভিন্স ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১২ টি-টোয়েন্টি খেলেছেন। ১২৩.৬৩ স্ট্রাইক রেটে এক ফিফটিতে রান করেছেন ৩৪০।

চলতি আসরে এটাই ইংল্যান্ড শিবিরে প্রথম চোটের আঘাত নয়। এর আগে ডান ঊরুর পেশির চোটে ছিটকে পড়েন পেসার টাইমাল মিলস। তার জায়গায় রিস টপলিকে দলে নেয় ইংলিশরা।