দারুণ বোলিংয়ে নিউ জিল্যান্ডের নায়ক বোল্ট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2021 10:23 PM BdST Updated: 07 Nov 2021 10:23 PM BdST
-
ম্যাচ সেরার পুরস্কার হাতে ট্রেন্ট বোল্ট। ছবি: নিউ জিল্যান্ড ক্রিকেট
আসরের শুরু থেকে দারুণ বোলিং করছেন ট্রেন্ট বোল্ট। দলের বাঁচা-মরার ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখলেন নিউ জিল্যান্ডের বাঁহাতি পেসার। পাওয়ার প্লে ও ডেথ ওভারে চমৎকার বোলিং উপহার দিয়ে নিলেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে রোববার আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের ১২৪ রানে আটকে রাখতে অগ্রণী ভূমিকা রাখেন বোল্ট।
৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। ডট বল করেন ১৪টি। তার বলে আউট হন বিস্ফোরক ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাই, আফগানিস্তানের সর্বোচ্চ স্কোরার নাজিবউল্লাহ জাদরান ও করিম জানাত। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।
আবু ধাবিতে দ্বিতীয় ওভারে বল হাতে পান বোল্ট। প্রথম বলে জাজাই নেন সিঙ্গেল। পরের পাঁচ বলে কোনো রানই নিতে পারেননি মোহাম্মদ শাহজাদ।
নিজের পরের ওভারে এসে প্রথম বলে তিনি ফিরিয়ে দেন জাজাইকে। শর্ট বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ক্যাচ উঠে যায় বৃত্তের ভেতরেই।
পাওয়ার প্লেতে ২ ওভারে মাত্র ৫ রান দিয়ে বোল্টের প্রাপ্তি জাজাইয়ের উইকেটটি।
আবার বোলিংয়ে ফেরেন তিনি ১৭তম ওভারে। ঝড়ো ফিফটি করে তখন বিপজ্জনক হয়ে উঠেছিলেন নাজিবউল্লাহ। বোল্টের চার বল খেলে তিনি করতে পারেন কেবল ৩ রান। এই ওভার থেকে আসে স্রেফ ৫ রান।
শেষের আগের ওভারে প্রথম বলে বোল্টকে চার মারেন নাজিবউল্লাহ। পরের বলেই ৭৩ রান করা ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রতিশোধ নেন কিউই পেসার। লং অফ থেকে বেশ খানিকটা দৌড়ে সামনের দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন জেমস নিশাম। চতুর্থ বলে ক্যাচ দেন জানাত। এই ওভারে ৭ রান দিয়ে উইকেট দুটি নেন বোল্ট।
আসরে পাঁচ ম্যাচে ৩২ বছর বয়সী এই পেসারের উইকেট হলো ১১টি, ওভারপ্রতি মাত্র ৫.৮৪ করে রান দিয়ে।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের