আশা ভঙ্গের ম্যাচে ক্যারিবিয়ানদের শাস্তি

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে শেষ হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার আশা। সেই হতাশার সঙ্গে যোগ হলো শাস্তি। ম্যাচটিতে মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2021, 09:12 AM
Updated : 5 Nov 2021, 09:12 AM

আবু ধাবিতে বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে ২০ রানে হেরে এক ম্যাচ আগেই বৈশ্বিক আসরের শেষ চারে ওঠার পথ বন্ধ হয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় কাইরন পোলার্ডদের গুনতে হবে জরিমানা।

আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়।

ম্যাচ রেফারি ডেভিড বুন মন্থর ওভার রেটের অভিযোগ আনলে মেনে নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এবারের বিশ্বকাপ এটাই প্রথম মন্থর ওভার রেটের কারণে জরিমানার ঘটনা।