শুক্রবার দেশে ফিরছে দল, থেকে যাচ্ছেন মাহমুদউল্লাহ-মুশফিক

হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এবার ক্রিকেটারদের দেশে ফেরার পালা। দুই ভাগ হয়ে দুবাই থেকে ঢাকায় ফিরবে বাংলাদেশ দল। তবে এই দুই ভাগে সঙ্গে ফিরছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ।

ক্রীড়া প্রতিবেদকদুবাই থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2021, 04:25 PM
Updated : 4 Nov 2021, 08:12 PM

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সিনিয়র ম্যানেজার রাবীদ ইমাম জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটা ও বিকেল সাড়ে চারটায় এমিরেটসের ফ্লাইটে দেশে ফিরবে দল। চার ক্রিকেটারের সঙ্গে এক সপ্তাহের ছুটি পেয়েছেন বাংলাদেশের কোচিং স্টাফদের সবাই।

“মাহমুদউল্লাহ, মুশফিক, লিটন ও তাসকিন থেকে যাচ্ছে। এছাড়াও কোচরাও এখন যাবেন না। তাদের ১১ তারিখ বাংলাদেশে ফেরার কথা রয়েছে।”

চোটের জন্য বিশ্বকাপের মাঝপথে ছিটকে যাওয়া মোহাম্মদ সাইফ উদ্দিন আগেই ফিরে গেছেন দেশে। সাকিব আল হাসান দুবাই থেকেই চলে গেছেন যুক্তরাষ্ট্রে।

বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে যাবে পাকিস্তান। মিরপুরে ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে তারা। এই সিরিজের জন্য ১২ নভেম্বর থেকে বাংলাদেশের অনুশীলন শুরু করার কথা রয়েছে।