ব্যাটিংয়ের কঙ্কাল বেরিয়ে এলো আবার

সবুজাভ উইকেটে আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। কঠিন পরীক্ষা নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। তবে এই উইকেটে রান করাও যে সম্ভব, সেই উপলব্ধিও হয়েছে তার। প্রয়োজন ছিল স্কিল আর লড়িয়ে মানসিকতার। বাংলাদেশের ব্যাটসম্যানরা পারেননি সেই চ্যালেঞ্জে জয়ী হতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আবারও প্রকাশ্য হয়েছে ব্যাটিং লাইন আপের কঙ্কাল।

ক্রীড়া প্রতিবেদকআবু ধাবি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2021, 04:52 PM
Updated : 2 Nov 2021, 04:52 PM

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ করতে পারে কেবল ৮৪ রান। দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট ও ৩৯ বল হাতে রেখে তা পেরিয়ে যায়।

বাংলাদেশের ইনিংসে গড়ে ওঠেনি তেমন কোনো জুটি। একজন ব্যাটসম্যানও ছুঁতে পারেননি ৩০। চারজন ব্যাটসম্যান আউট হন শূন্য রানে। কেবল তিনজন যেতে পারেন দুই অঙ্কে। গোটা ইনিংসে বল সীমানা পার হয়েছে মোটে পাঁচবার।

উইকেট ব্যাটিংয়ের জন্য খুব সহজ ছিল না অবশ্যই। আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জও নিতে হয় বাংলাদেশকে। কিন্তু ৮৪ রানে গুটিয়ে যাওয়ার মতো বধ্যভূমিও তো নয়!

বাংলাদেশের ব্যাটিংয়ে লড়াইয়ের তাড়না, প্রোটিয়া বোলিংকে জবাব দেওয়ার তাগিদ কিংবা লড়াইয়ের মানসিকতা, ছিল না কিছুই। কাগিসো রাবাদা, আনরিক নরকিয়াদের গতি ও বাউন্সে কেঁপেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরাও।

পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানোর পর সেভাবে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তাসকিন আহমেদ বললেন, ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসে ঘাটতি এই ম্যাচে ভুগিয়েছে তাদের।

“কিছু ম্যাচ হারার কারণে আমরা তো একটু ব্যাকফুটে। ব্যাটিং ইউনিটে আত্মবিশ্বাসটা একটু নিচের দিকে থাকায় হয়ত ভালো হয়নি। যদিও দক্ষিণ আফ্রিকার ওরা খুব ভালো বোলিং করেছে। দুর্ভাগ্যবশত আমরা বেশি রান করতে না পারায় ম্যাচটা হেরেছি।”

শুধু এই ম্যাচেই নয়, দুটি ম্যাচ বাদে বিশ্বকাপ জুড়েই ভোগাচ্ছে বাংলাদেশের ব্যাটিং। শুধু মানসিকতাই নয়, টানা ব্যর্থতায় প্রশ্ন উঠে যাচ্ছে আসলে স্কিল নিয়েই। পেসার তাসকিন এখানে ব্যাট করার চেষ্টা করলেন ব্যাটসম্যানদের হয়ে। কিন্তু চাইলেও কী আর এটা ভালোভাবে পারা যায়!

“স্কিল নেই, এটা বললে ভুল হবে। হয়নি, এটা সত্যি। অনেক সময় এমন সিমিং কন্ডিশনে রান করতে পেরেছি। একদমই যে পারিনি কোনোদিন, সেটা না। এটা ঠিক যে, পারিনি আমরা করতে। কিন্তু আমরা অবশ্যই এর চেয়ে ভালো দল। দুর্ভাগ্যজনকভাবে ব্যাটিং সেভাবে ক্লিক করছে না। এটাও সত্যি যে, টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৪ মোটেও যথেষ্ট রান নয়, উইকেট যেমনই হোক।”