শেষ ম্যাচে জয় উপহার দিতে চায় বাংলাদেশ

টানা তিনটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস আর অনেকটা দেশের মতো উইকেটে খেলা। সব মিলিয়ে প্রত্যাশার ডালি সাজিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল বাংলাদেশ। সে সব উবে গেছে কবেই। আশার সীমানা এখন গিয়ে ঠেকেছে স্রেফ একটি জয়ে। দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর তাসকিন আহমেদ বলছেন, একেবারে শূন্য হাতে দেশে ফিরতে চান না তারা।

ক্রীড়া প্রতিবেদকআবু ধাবি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2021, 04:18 PM
Updated : 2 Nov 2021, 04:18 PM

বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে গেছে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে। মূল পর্বে আরেকটি জয়ের জন্য অপেক্ষা দীর্ঘ হয়েছে আরও। তবে সব একেবারে শেষ হয়ে যায়নি এখনও। বিস্মরণযোগ্য এক টুর্নামেন্টের শেষটায় অন্তত দেশকে কিছু দিতে চাওয়ার কথা তাগিদের জানালেন তাসকিন। 

“কোনো হারই তো মজার না, বড় হোক আর ছোট হোক। হার তো হারই। হারতে কার ভালো লাগে বলেন? আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম। স্বপ্ন ও আশা অনুযায়ী খেলতে পারিনি। এজন্য এত কথা, অনেক সমালোচনা। খুব স্বাভাবিক। এটা মেনে নিতেই হবে, কিছু করার নেই।”

“সামনে একটা ম্যাচ আছে, সেটা যদি ভালোভাবে শেষ করতে পারি, এটাই প্রত্যাশা এখন। দোয়া করবেন সবাই যেন, শেষ ম্যাচটা ভালো করে অন্তত একটা জয় উপহার দিতে পারি দেশকে।”

আগামী বৃহস্পতিবার দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে খেলবে বাংলাদেশ। গত অগাস্টে এই দলটিকেই স্পিন মঞ্চে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছিল তারা। টুর্নামেন্টে ভরাডুবির পর বারবার এসেছে সেই উইকেটের প্রসঙ্গ। তাসকিন জানালেন, বড় টুর্নামেন্টের আগে ভালো উইকেটে খেলতে চান, তাতে সিরিজের ফল যাই হোক না কেন।

“এখানকার উইকেট অনেক স্পোর্টিং। মিরপুরের চেয়ে অনেক ভিন্ন। ভবিষ্যতে বাংলাদেশে আরও ভালো উইকেটে খেলা হলে আমাদের বোলিং-ব্যাটিং দুটাই আরও উন্নত হবে। যত ভালো উইকেটে খেলা হবে, বোলারদের তত চ্যালেঞ্জ বাড়বে। এতে আমাদের সবারই আরও উন্নতি হবে। ভবিষ্যতে ভালো উইকেটে খেললে ফলাফল যাই হোক, বড় ইভেন্টগুলোতে সুবিধা হবে বলে আশা করছি।”