ধোনি-আসগরকে ছাড়িয়ে মর্গ্যানের রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরদিনই একটি রেকর্ড হাতছাড়া হলো আসগর আফগানের। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এককভাবে নিজের করে নিলেন ওয়েন মর্গ্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2021, 06:52 PM
Updated : 1 Nov 2021, 06:53 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজাহতে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রানের জয়ে চূড়ায় ওঠেন ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান। তার অধিনায়কত্বে এই সংস্করণে ইংলিশদের জয় ৪৩টি।

এর মধ্যে দুটিতে ইংল্যান্ডের জয় সুপার ওভারে, ২০১৫ সালে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ও ২০১৯ সালে অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে। অফিসিয়ালি যদিও এই ম্যাচ দুটির ফল টাই হিসেবে লেখা থাকবে।

৪২টি করে জয় নিয়ে এখন তালিকায় দুইয়ে আছে আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর ও ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বিশ্বকাপে রোববার নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অসবরে যাওয়া আসগর অবশ্য একটি জায়গায় এগিয়ে। তার নেতৃত্বে আফগানদের ৪২ জয়ই মূল ম্যাচে।

মূল ম্যাচে অধিনায়ক ধোনির জয় ৪১টিতে। অন্য জয়টি ২০০৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টাইব্রেকারে। ওই টাইব্রেকারের অফিসিয়াল নাম ছিল ‘বোল-আউট।’