বিশ্বকাপের মাঝে আচমকা অবসরের ঘোষণা আসগরের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2021 04:08 AM BdST Updated: 31 Oct 2021 04:08 AM BdST
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান এখন পর্যন্ত খেলেছে দুই ম্যাচ। সুপার টুয়েলভে তাদের ম্যাচ বাকি আরও তিনটি। এর মাঝেই হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দলটির সাবেক অধিনায়ক আসগর আফগান। বললেন, নামিবিয়ার বিপক্ষে আসছে ম্যাচটিই দেশের হয়ে তার শেষ।
নিজেদের তৃতীয় ম্যাচে রোববার নামিবিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। এর আগের দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী আসগর। এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দেশের হয়ে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আসরে স্কটল্যান্ডের বিপক্ষে দলের ১৩০ রানে জেতা প্রথম ম্যাচে আসগর ব্যাটিংয়ের সুযোগ পাননি। পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ৭ বল খেলে করেন ১০ রান। যেটি দেশের হয়ে তার ৭৪তম টি-টোয়েন্টি ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটের এই সংস্করণে ২১.৭৯ গড় ও ১১০.৩৭ স্ট্রাইক রেটে তার রান ১ হাজার ৩৫১।
২০০৯ সালে আসগরের (তখন আসগর স্টানিকজাই) আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ওয়ানডে দিয়ে, বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। এই সংস্করণে ১১৪ ম্যাচে ২৪.৭৩ গড়ে তার রান ২ হাজার ৪২৪।
২০১৮ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে খেলা আফগানিস্তানের প্রথম টেস্টের অধিনায়ক ছিলেন তিনি। ৬ টেস্টে ৪৪ গড়ে রান করেছেন ৪৪০।
ব্যাটসম্যান হিসেবে আসগর যতটা না সফল, তার চেয়ে বেশি অধিনায়ক হিসেবে। নিজের ১১৪ ওয়ানডের ৫৯টিতে এবং ৭৪ টি-টোয়েন্টির ৫২টিতে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। দুটিই দেশের হয়ে রেকর্ড।

নেতৃত্বের পথচলাতেও তার ছিল উত্থান-পতন। ২০১৯ সালের মে মাসে সব সংস্করণের অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বেছে নেওয়া হয় তিন সংস্করণে আলাদা অধিনায়ক ফর্মুলা। টেস্টের দায়িত্ব পান রহমত শাহ, ওয়ানডেতে গুলবাদিন নাইব, আর টি-টোয়েন্টিতে রশিদ খান।
তবে তিন মাস পরই নেতৃত্বে বদল আনা হয় আবার, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর সরিয়ে দেওয়া হয় গুলবাদিনকে। তিন সংস্করণেই দায়িত্ব দেওয়া হয় রশিদকে। এক মাস পরই আবার তিন সংস্করণের নেতৃত্বে ফেরানো হয় আসগরকে। এ যাত্রায় নেতৃত্বে টিকতে পারেন তিনি ১৫ মাস।
আসগরকে সরিয়ে টেস্ট ও ওয়ানডের নতুন অধিনায়ক করা হয় হাশমতউল্লাহ শাহিদিকে। পরে টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয় রশিদকে। তাকে অধিনায়ক করেই ঘোষণা করা হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। কিন্তু দল ঘোষণার কিছুক্ষণ পরই দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান এই লেগ স্পিনার। পরে দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ নবিকে।
তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেটও। তাদের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আছে শঙ্কা। তালেবান সরকার সেখানে মেয়েদের ক্রিকেট বন্ধ করে দেওয়ায় আইসিসির পূর্ণ সদস্য হওয়ার একটি শর্ত লঙ্ঘন হচ্ছে। আগামী মাসেই আইসিসির সভায় আলোচনায় উঠে আসবে আফগান ক্রিকেটের ভবিষ্যৎ।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত