মিলার নয়, সেরা শামসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2021 11:26 PM BdST Updated: 30 Oct 2021 11:26 PM BdST
-
১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা তাবরাইজ শামসি। ছবি: আইসিসি।
শেষ দিকে ঝড় তুললেন ডেভিড মিলার, কার্যকর ইনিংস খেললেন টেম্বা বাভুমা। তবে মিতব্যয়ী বোলিংয়ে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখলেন তাবরাইজ শামসি। শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচ সেরার পুরস্কারটিও তাই জিতলেন টি-টোয়েন্টির এক নম্বর বোলার।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শেষ ওভারের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শ্রীলঙ্কাকে এক বল হাতে রেখে ৪ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কাকে ১৪২ রানে আটকে রাখার কারিগর শামসি। বাঁহাতি এই রিস্ট স্পিনার ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন তিন উইকেট। এই পারফরম্যান্সে টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চমবারের মতো ম্যাচ সেরার স্বীকৃতি পেলেন তিনি।
টস হেরে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের ইনিংসের অষ্টম ওভারে আক্রমণে আসেন শামসি। দুর্দান্ত বোলিংয়ে কেবল এক রান দিয়ে শেষ করেন ওভার। দশম ওভারে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান ভানুকা রাজাপাকসাকে। এক উইকেটসহ ওই ওভারে দেন কেবল ৬ রান।
নিজের পরের ওভারে ঠিক আগের উইকেটের মতোই এবার তার শিকার আভিশকা ফার্নান্দো। এই ওভারে শুরুতে একটি চার হজম করলেও রান দেন কেবল ৭।
দলের চতুর্দশ ওভারে তিনি ফিরিয়ে দেন ভানিন্দু হাসারাঙ্গাকে। টানা ৪ ওভারের স্পেলে তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার মিডল অর্ডার ধসিয়ে দেন তিনি।
লক্ষ্য অল্প রানের হলেও মন্থর উইকেটে শেষ দিকে হারের শঙ্কায় পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে শেষ ওভারে ১৫ রানের সমীকরণে টানা দুই ছক্কা মেরে দলকে জয়ের হাসি এনে দেন মিলার।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
- এমবাপে বললেন, পিএসজিতেই থাকছেন তিনি
- প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’