দ্রুততম শত উইকেটের রেকর্ড রশিদের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2021 12:15 AM BdST Updated: 30 Oct 2021 12:15 AM BdST
রশিদ খানের গুগলি বলে সুইপ করার চেষ্টা করলেন মোহাম্মদ হাফিজ। বাড়তি বাউন্স করায় ঠিক মতো হলো না ব্যাটে-বলে। আকাশে উঠে যাওয়া বল মুঠোয় জমালেন গুলবাদিন নাইব। উল্লাসে মাতলেন আফগান লেগ স্পিনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হয়ে গেল তার একশ উইকেট।
একই সঙ্গে রশিদ নাম লেখালেন রেকর্ডের একটি পাতায়। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম একশ উইকেট নেওয়ার রেকর্ডটি এখন তার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে রেকর্ডটি গড়লেন রশিদ। ৫৩ ইনিংসে ১০০ উইকেট নিলেন তিনি। চতুর্থ বোলার হিসেবে শত উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
এতদিন সবচেয়ে কম ইনিংসে একশ উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গার, ৭৬ ইনিংসে। চলতি বিশ্বকাপেই একশ উইকেটের ক্লাবে যোগ দেন নিউ জিল্যান্ড পেসার টিম সাউদি। তার লাগে ৮২ ইনিংস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটের রেকর্ডধারী সাকিব আল হাসান একশ উইকেটে পা রেখেছিলেন ৮৩ ইনিংসে।
ম্যাচে হাফিজের উইকেটটি রশিদ নিয়েছিলেন নিজের তৃতীয় ওভারে। এরপর আরেকটি উইকেটও পান তিনি। স্পেলের শেষ ওভারে বোল্ড করে দেন ৫১ রান করা বাবর আজমকে। যিনি এই ইনিংস খেলার পথে গড়েন অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম এক হাজার রানের রেকর্ড।
ম্যাচটি শেষ পর্যন্ত ৫ উইকেটে হেরে যায় আফগানিস্তান। তবে দারুণ বোলিংয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ। এই সংস্করণে এখন তার উইকেট ১০১টি।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস