৪ ছক্কায় উইন্ডিজের নায়ক পুরান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2021 10:08 PM BdST Updated: 29 Oct 2021 10:08 PM BdST
-
২২ বলে ৪০ রানের ইনিংস খেলে দলকে লড়ার পুঁজি এনে দেন নিকোলাস পুরান। ছবি: আইসিসি।
মন্থর উইকেট, বল পড়ে ব্যাটে আসছিল ধীরে। ওয়েস্ট ইন্ডিজের বাকি ব্যাটসম্যানরা যেখানে ধুঁকলেন, সেখানে নিকোলাস পুরান তুললেন ঝড়। দলকে লড়াকু পুঁজি এনে দেওয়ার পথে রাখলেন বড় অবদান।
শারজাহতে শুক্রবার পুরানের ২২ বলে ৪০ রানের বিস্ফোরক ইনিংসের সৌজন্যে বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানরা করতে পারে ১৪২। পরে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে বোলাররা দলকে এনে দেন ৩ রানের দারুণ এক জয়।
৪ ছক্কা ও এক চারের ওই ইনিংসটির জন্য পুরান জেতেন ম্যাচ সেরার পুরস্কার। টি-টোয়েন্টি ক্রিকেটে এই স্বীকৃতি পেলেন প্রথমবার।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলার পথ খুঁজে পাচ্ছিল না টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ। ১২.৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে দলের খাতায় রান যখন ৬২, ক্রিজে যান পুরান।
শুরুতে কিছুটা দেখেশুনে খেলেন এই কিপার-ব্যাটসম্যান। পরে মেলে দেন ডানা। মুস্তাফিজুর রহমানকে পুল করে দেখা পান প্রথম বাউন্ডারির।
পরের ওভারে আক্রমণে আসা সাকিব আল হাসানকে স্লগ সুইপে টানা দুই ছক্কায় ওড়ান পুরান। বাঁহাতি এই ব্যাটসম্যান তাণ্ডব চালান শেখ মেহেদি হাসানের ওভারেও। এই স্পিনারকেও দুটি ছক্কা হাঁকান তিনি।
পুরানের ঝড় থামে শরিফুল ইসলামের বলে। ডিপ কাভারে মোহাম্মদ নাঈম শেখের হাতে ধরা পড়েন তিনি।
ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করা পুরানের ওপর পরে দেওয়া হয় বড় দায়িত্ব। কাইরন পোলার্ডের অনুপস্থিতিতে ম্যাচের দ্বিতীয়ভাগে দলকে নেতৃত্ব দেন তিনি। বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে দলের জয়ে এখানেও রাখেন অবদান।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- এমবাপে বললেন, পিএসজিতেই থাকছেন তিনি
- প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ