শেষ বলের ফয়সালায় হেরে গেল বাংলাদেশ
আরিফুল ইসলাম রনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2021 03:24 PM BdST Updated: 29 Oct 2021 08:21 PM BdST
-
ফাইল ছবি
-
সাকিব আল হাসান। ছবি: আইসিসি
-
-
-
ছবি: আইসিসি
-
ছবি: আইসিসি
-
ছবি: আইসিসি
সুপার টুয়েলভে টানা তিন ম্যাচে হারল বাংলাদেশ।
উইন্ডিজের প্রথম, বাংলাদেশের হতাশা
শেষ ৩ ওভারে যখন প্রয়োজন ৩০, রবি রামপলের ওভারের প্রথম বলে চার মারলেন লিটন দাস। ২ ওভারে যখন প্রয়োজন ২২, ডোয়াইন ব্রাভোর বলে সোজা ব্যাটে মাহমুদউল্লাহর দুর্দান্ত ছক্কা। শেষের আগের ওভারে ছক্কার চেষ্টায় সীমানায় হোল্ডারের দারুণ ক্যাচে আউট লিটন। শেষ ওভারে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন মাহমুদউল্লাহ। ঘটনাবহুল শেষ সময়টায় উত্তেজনার নানা মোড় পেরিয়ে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়াল শেষ বলে।
আন্দ্রে রাসেলের দুর্দান্ত শেষ ওভার আর শেষ বলে জয়ের হাসি শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের। ৩ রানের জয়ের শিরোপা ধরে রাখার অভিযানে নিজেদের টিকিয়ে রাখতে পারল তারা। সুপার টুয়েলভে এটি তাদের প্রথম জয়। বাংলাদেশ হেরে গেল তিন ম্যাচের তিনটিই। মাহমুদউল্লাহর ২৪ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস শেষ পর্যন্ত কাজে লাগল না।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪২/৭ (গেইল ৪, লুইস ৬, চেইস ৩৯, হেটমায়ার ৯, পোলার্ড ১৪ , রাসেল ০, পুরান ৪০, ব্রাভো ১, হোল্ডার ১৫*; মেহেদি ৪-০-২৭-২, তাসকিন ৪-০-১৭-০, মুস্তাফিজ ৪-০-৪৩-২, শরিফুল ৪-০-২০-২, সাকিব ৪-০-২৬-০)। বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (নাঈম ১৭, সাকিব ৯, লিটন ৪৪, সৌম্য ১৭, মুশফিক ৮, মাহমুদউল্লাহ ৩১, আফিফ ২*; রামপল ৪-০-২৫-১, হোল্ডার ৪-০-২২-১, রাসেল ৪-০-২৯-১, আকিল ৪-০-২৪-১, ব্রাভো ৪-০-৩৬-১ )। |
শেষ বলের উত্তেজনা
ওয়েস্ট ইন্ডিজের ক্যাচ ছাড়া ও আলগা ফিল্ডিংয়ের সুবাদে শেষ বল পর্যন্ত ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। কিন্তু অফ স্টাম্পের সামান্য বাইরে আন্দ্রে রাসেলের নিখুঁত ইয়র্কারে ব্যাটে-বলেই করতে পারলেন না মাহমুদউল্লাহ। ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল ৩ রানে।
মাহমুদউল্লাহর লাইফ
৩ বলে যখন প্রয়োজন ৮ রান, আন্দ্রে রাসেলের বলে স্কয়ার লেগে মাহমুদউল্লাহর সহজ ক্যাচ ছাড়লেন বদলি ফিল্ডার আন্দ্রে ফ্লেচার।
শেষ বেলায় ফিরলেন লিটন
শেষের আগের ওভারের শেষ বলে সীমানায় ধরা পড়লেন লিটন দাস। ৭ বলে যখন প্রয়োজন ১৩ রান, ব্রাভোর বল ক্রিজের অনেক ভেতরে গিয়ে উড়িয়ে মারেন লিটন। লং অন সীমানায় প্রচণ্ড চাপের মধ্যে দুহাত উঁচিয়ে বল তালবন্দি করেন জেসন হোল্ডার।
লম্বা সম উইকেটে থেকে ৪৩ বলে ৪৪ রানকরে আউট হলেন লিটন। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ১৩ রান।
অল্পের জন্য বাঁচলেন মাহমুদউল্লাহ
ডোয়াইন ব্রাভোর বল উড়িয়ে মেরে একটুর জন্য আউট হলেন না মাহমুদউল্লাহ। মিড উইকেট সীমানায় বলের ফ্লাইট বুঝতে একটু দেরি করেন ফিল্ডার হেইডেন ওয়ালশ। পরে ছুটে গিয়ে ডাইভ দিলেও বল পড়ে তার একটু সামনে। ‘লাইফ’ অবশ্য এটি নয়, তবে রক্ষা পেলেন মাহমুদউল্লাহ ১৪ রানে।
বাংলাদেশের একশ
জেসন হোল্ডারের বলে লিটন দাসের সিঙ্গেলে ১৫.১ ওভারে বাংলাদেশের রান স্পর্শ করল ১০০।
৩৩ বলে ৩৫ রান নিয়ে খেলছেন লিটন, ৭ বলে ৭ মাহমুদউল্লাহ।
পারলেন না মুশফিক
দলকে জয়ের দিকে এগিয়ে নিতে পারলেন না মুশফিকুর রহিম। রবি রামপলকে স্কুপ করার চেষ্টায় উইকেট হারালেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
রামপলের ওভারের প্রথম বলে দারুণ এক কাট শটে চার মারেন মুশফিক। পরর বলে রান হয়নি। তৃতীয় বলটি স্লোয়ার ডেলিভারি, শাফল করে স্কুপ করার চেষ্টা করেন মুশফিক। ব্যাটে-বলে হয়নি, বল উড়িয়ে দেল বেলস।
৭ বলে ৮ করে আউট মুশফিক। ১৩.৩ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ৯০।
সৌম্যর বিদায়
একটু দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন যিনি, সেই সৌম্য সরকারকেই হারাল বাংলাদেশ। ক্রিস গেইলের দারুণ ক্যাচে তিনি আউট হলেন ১৩ বলে ১৭ করে।
আউট হওয়ার আগের বলেই আকিল হোসেনকে দুর্দান্ত এক শটে বাউন্ডারি মারেন সৌম্য। পরের বলটিতে সৌম্য আগেই স্টাম্প ছেড়ে জায়গা বানিয়ে দাঁড়ান। বাঁহাতি স্পিনার আকিল সেটি দেখেই একটু জোরের ওপর বল ছাড়েন স্টাম্প সোজা। সৌম্য ব্যাটের মুখ ঘুরিয়ে দেন একটু আগেই। ব্যাটের কানায় লেগে বল যায় শর্ট থার্ড ম্যানে। সামনে ডাইভ দিয়ে বল মুঠোয় জমান ক্রিস গেইল।
ভাঙল ৩১ রানের জুটি। ১০.৪ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ৬০।
মাঝপথে মন্থর বাংলাদেশ
দুই ওপেনারকে হারানোর পর সৌম্য সরকার ও লিটন কুমার দাস চেষ্টা করছেন জুটি গড়ার। তবে রানের গতি খুব ভালো নয় দুজনের। দলও তাই খুব একটা ভালো অবস্থানে নেই। ১০ ওভার শেষে রান ২ উইকেটে ৫৫।
লিটন খেলছেন ১৮ বলে ১৫ রান করে, ১১ বলে ১৩ সৌম্য সরকার।
শেষ ১০ ওভারে বাংলাদেশের প্রয়োজন ৮৮ রান।
পাওয়ার প্লেতে সমানে সমান
পাওয়ার প্লে শেষে এক সমান্তরালে দাঁড়িয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ২ উইকেটে ২৯, বাংলাদেশেরও ঠিক একই।
উইকেটে আছেন তিনে নামা লিটন দাস ও চারে নামা সৌম্য সরকার।
এবার গেলেন নাঈম
উইকেটের মন্থরতা এবার টের পাচ্ছে বাংলাদেশ। উইকেট বুঝে না খেলার খেসারত দিলেন মোহাম্মদ নাঈম শেখ।
জেসন হোল্ডারের অফ স্টাম্প ঘেঁষা ডেলিভারি থার্ডম্যান বা পয়েন্টের দিকে স্টিয়ার করার চেষ্টা করেন নাঈম। বল ভালোভাবে ব্যাটে আসে না বলে এই ধরনের উইকেটে এমন শট সবসময়ই ঝুঁকির। বল তার ব্যাটের কানায় লেগে আঘাত করে স্টাম্পে।
১৯ বলে ১৭ রান করে আউট হলেন নাঈম। বাংলাদেশ ৫.৪ ওভারে ২ উইকেটে ২৯।
সবার আগে সাকিব
সাকিব আল হাসানের ওপেনিং অ্যাডভেঞ্চার দীর্ঘ হলো না খুব। আউট হয়ে গেলেন ১২ বলে ৯ রান করেই।
নাঈম জীবন পাওয়ার পরের বলেই আন্দ্রে রাসেলকে জায়গা বানিয়ে উড়িয়ে মারতে যান সাকিব। কিন্তু বল উইকেটে পিচ করে থমকে আসে কিছুটা। তাতে টাইমিংয়ে গড়বড়। বল ওঠে কেবল আকাশে। মিড অফে সহজ ক্যাচ নেন জেসন হোল্ডার।
বাংলাদেশ ৪.৩ ওভারে ১ উইকেটে ২১।
জীবন পেলেন নাঈম
আন্দ্রে রাসেলের লেংথ বল পুল করেন মোহাম্মদ নাঈম শেখ। বল যায় সোজা মিড উইকেট ফিল্ডার হেইডেন ওয়ালশ জুনিয়রের কাছে। কিন্তু বদলি হিসবে নামা ফিল্ডার ব্যর্থ হন বল হাতে জমাতে। ১১ রানে বেঁচে গেলেন নাঈম।
ওপেনিংয়ে সাকিব
বাংলাদেশের ইনিংসের শুরুতেই চমক, মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে ইনিংস ওপেন করতে নামলেন সাকিব আল হাসান।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৪০৩ ইনিংসে প্রথমবার ইনিংস ওপেন করলেন এই অলরাউন্ডার।
দারুণ শরিফুল, হতাশার নাম মুস্তাফিজ
মন্থর উইকেটে সবচেয়ে ভালো করার কথা যার, সেই মুস্তাফিজ বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার। দুটি উইকেট পেলেও রান দেন ৪৩। তরুণ পেসার শরিফুল দারুণ বোলিংয়ে ২০ রানে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার। শেষটা ভালো করতে না পারলেও বোলিং ফিগার ভালো মেহেদিরও।
উইকেট না পেলেও দারুণ বোলিং করেন তাসকিন আহমেদ। শুরু থেকেই ১৪৪, ১৪৬ কিলোমিটার গতিতে বল করেন তিনি, ৪ ওভারে রান দেন ওভারপ্রতি কেবল চারের সামান্য বেশি। পায়ের চোটে অস্বস্তিতে থাকা সাকিব প্রথম ৩ ওভার দারুণ করলেও শেষ ওভারে দুই ছক্কা হজম করেন।
শেষের ঝড়ে উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর
নিকোলাস পুরানের শেষ দিকের ঝড় ও মুস্তাফিজুর রহমানের করা ইনিংসের শেষ ওভারে তিন ছক্কায় শেষ পর্যন্ত ১৪২ রানের পুঁজি পেল ওয়েস্ট ইন্ডিজ। এই মন্থর ও নিচু বাউন্সের উইকেটে যা হবে দারুণ চ্যালেঞ্জিং।
২২ বলে ৪০ রান করেন পুরান। ১ রানে জীবন পাওয়ার পর শেষ ওভারে দুই ছক্কায় হোল্ডার অপরাজিত থাকেন ৫ বলে ১৫ রান করে। পোলার্ড আবার ব্যাটিংয়ে নেমে শেষ বলটি ওড়ান ছক্কায়।
শেষ ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৭২ রান। প্রথম ১৫ ওভারে ছিল না কোনো ছক্কা। শেষ ৫ ওভারে আসে ছক্কা আসে ৭টি!
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪২/৭ (গেইল ৪, লুইস ৬, চেইস ৩৯, হেটমায়ার ৯, পোলার্ড ১৪* , রাসেল ০, পুরান ৪০, ব্রাভো ১, হোল্ডার ১৫*; মেহেদি ৪-০-২৭-২, তাসকিন ৪-০-১৭-০, মুস্তাফিজ ৪-০-৪৩-২, শরিফুল ৪-০-২০-২, সাকিব ৪-০-২৬-০)।
মুস্তাফিজের দ্বিতীয়
প্রিয় ইনসাইড আউট শট খেলে আউট হলেন ডোয়াইন ব্রাভো। মুস্তাফিজুর রহমান পেলেন দ্বিতীয় উইকেটের দেখা।
ইনিংসের শেষ ওভারের প্রথম বলে উড়িয়ে মারেন ব্রাভো। কাভার থেকে ছুটে এসে ক্যাচ নেন সৌম্য সরকার। ব্রাভো আউট ৩ বলে ১ রান করে। ১৯.১ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে ১২৩।
আরেকটি ক্যাচ হাতছাড়া
শেখ মেহেদি হাসানের জোড়া মিসের পর এবার ক্যাচ ছাড়লেন দলের সেরা ফিল্ডারদের একজন আফিফ হোসেন। শরিফুলের বল জায়গা বানিয়ে উড়িয়ে মারেন জেসন হোল্ডার। কাভার সীমানায় বল হাতে নিয়ে ফেলে দেন আফিফ। হোল্ডার জীবন পেলেন ১ রানে।
শরিফুল আবার
পুরানকে থামানোর পরের বলে থিতু আরেক ব্যাটসম্যান রোস্টন চেইসকেও ফেরালেন শরিফুল। তার লেংথ বল লেগ সাইডে উড়িয়ে মারতে গিয়ে লাইন মিস করে বোল্ড চেইস।
অভিষেক ইনিংসে চেইসর রান ৪৬ বলে ৩৯। ১৮.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১১৯।
থামল পুরান ঝড়
অবশেষে পুরানের ঝড় থামাতে পারলেন শরিফুল ইসলাম। ১৯তম ওভারের প্রথম বলে আউট হলেন তিনি ২২ বলে ৪০ রান করে। অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ বল উড়িয়ে মারেন পুরান। এক্সট্রা কাভার সীমানায় ক্যাচ নেন মোহাম্মদ নাঈম শেখ।
১৮.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ১১৯।
জুটির পঞ্চাশ
পুরানের ঝড় চলছেই। মেহেদির বলে বাঁহাতি এই ব্যাটসম্যানের টানা দুই ছক্কায় জুটি পেরিয়ে গেল পঞ্চাশ। ২৯ বলেই এলো জুটির ফিফটি। তাতে পুরানের অবদান ৩৮।
ওয়েস্ট ইন্ডিজের একশ
নিকোলাস পুরানোর ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বেড়েছে ওয়েস্ট ইন্ডিজের রানের গতি। ১৬.১ ওভারে দলের রান স্পর্শ করেছে তিন অঙ্ক। পুরান ব্যাট করছেন ১৩ বলে ২৫ রানে।
মেহেদির আরেকটি মিস
নিজের বলে একটি ক্যাচ ছেড়ে দেওয়া শেখ মেহেদি হাসান এবার ক্যাচ ছাড়লেন সাকিব আল হাসানের বলে। আগেরবার জীবন পাওয়া চেইস বেঁচে গেলেন আবারও।
এবারও ক্যাচটি ছিল সহজ। সাকিবের বলে স্লগ সুইপ করেন চেইস। মিড উইকেটে বল যায় সোজা মেহেদির কাছে। কিন্তু এবার তার হাত ফসকে বল যায় মাথার ওপর দিয়ে।
৯ রানের পর ২৭ রানে জীবন পেলেন চেইস।
বল না খেলেই আউট রাসেল
শেষ দিকে দ্রুত রান তোলার জন্য যার দিকে তাকিয়ে ওয়েস্ট ইন্ডিজ, সেই আন্দ্রে রাসেল আউট হয়ে গেলেন কোনো বল না খেলেই!
পোলার্ড বেরিয়ে যাওয়ার পর উইকেটে যান রাসেল, তবে নন স্ট্রাইক প্রান্তে তিনি। স্ট্রাইকে থাকা রোস্টন চেইস সোজা ব্যাটে ড্রাইভ করেন তাসকিনের বল। তাসকিন পা দিয়ে ফেরানোর চেষ্টা করেন বল। বল তার বুটে লেগে গিয়ে আঘাত করে অন্য প্রান্তের স্টাম্পে। রাসেল তখন ক্রিজের বাইরে।
বল না খেলেই আউট রাসেল। ১২.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ৬২।
মাঠ ছেড়ে গেলেন পোলার্ড
ত্রয়োদশ ওভারে তাসকিন আহমেদের বলে একটি সিঙ্গেল নেওয়ার পর হুট করেই ড্রেসিং রুমের দিকে হাঁটা দিলেন কাইরন পোলার্ড। আপাতত সেটিকে রিটায়ার্ড হার্ট বলেই ধরে নিতে হচ্ছে।
১৬ বলে ৮ রান করে মাঠ ছাড়লেন ক্যারিবিয়ান অধিনায়ক।
রিভিউ হারাল বাংলাদেশ
তাসকিন আহমেদের শেষ ওভারে কাইরন পোলার্ডকে ফেরাতে রিভিউ নেয় বাংলাদেশ। এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউয়ে দেখা যায়, ইম্প্যাক্ট ছিল অফ স্টাম্পের বাইরে। একটি রিভিউ হারাল বাংলাদেশ।
ইনিংসের লাগাম বাংলাদেশের
তিন উইকেট হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করছেন রোস্টন চেইস ও কাইরন পোলার্ড। তবে রানের গতি বাড়াতে পারছেন না তারা। বাংলাদেশের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে যেন থমকে আছে রানের গতি।
১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৪৮।
চেইস খেলছেন ২৬ বলে ১৯ রানে, ৮ বলে ৩ রানে পোলার্ড।
দশম ওভারে সাকিব
পায়ের চোটে কিছুক্ষণের জন্য বাইরে চলে যাওয়ার পর মাঠে ফিরে সাকিব বোলিংয়ে এলেন দশম ওভারে। তার বোলিংয়ে অবশ্য অস্বস্তির ছাপ স্পষ্ট। তবে প্রথম ওভারে রান দিলেন কেবল ৪।
ছবি: আইসিসি
আগের বলে নিজেকে উইকেট থেকে বঞ্চিত করে পরের বলেই আরেকটি শিকার ধরলেন মেহেদি হাসান। ফিরিয়ে দিলেন তিনি শিমরন হেটমায়ারকে।
বলটি তেমন দারুণ কিছু ছিল না। সাধারণ লেংথ বল। হেটমায়ার চান গায়ের জোরে উড়িয়ে মারতে। কিন্তু মন্থর উইকেটে বল পিচ করে আবার থমকে আসে। তাতে মারে জোর হয়নি যথেষ্ট। লং অফে সহজ ক্যাচ নেন সৌম্য সরকার।
হেটমায়ার বিদায় নিলেন ৭ বলে ৯ করে। ওয়েস্ট ইন্ডিজের রান ৬.৪ ওভারে ৩ উইকেটে ৩২।
নতুন ব্যাটসম্যান কাইরন পোলার্ড।
চেইসকে জীবন দিলেন মেহেদি
মেহেদি হাসানের বলে সহজ ক্যাচ দিয়ে বেঁচে গেলেন রোস্টন চেইস। দায় সেখানে মেহেদিরই। নিজের বলে নিজেই যে ছাড়লেন ক্যাচ!
বলটি ছিল আলগা। জোরের ওপর করতে গিয়ে শর্ট ডেলিভারি করে বসেন মেহেদি। অন সাইডে যে কোনো জায়গায় সেই বল পাঠানো যেত। কিন্তু চেইস সোজা ব্যাটে খেলেন। পিচ করে থমকে আসা বলে ফিরতি ক্যাচ যায় বোলারের কাছে। কিন্তু মেহেদি পারেননি মুঠোবন্দি করতে, তার হাতে ছোবল দিয়ে বল যায় পেছন দিকে।
৯ রানে জীবন পেলেন চেইস।
বাংলাদেশের পাওয়ার প্লে
রান আটকানো, উইকেট নেওয়া, পাওয়ার প্লেতে সবই করতে পারল বাংলাদেশ। টস জিতে বোলিংয়ে নামা দল ম্যাচের শুরুটা করল দারুণ। ৬ ওভারের ওয়েস্ট ইন্ডিজের রান ২৯।
গেইল আউট ৪ রানে, ৬ রানে লুইস। উইকেটে আছেন অভিষিক্ত রোস্টন চেইস ও শিমরন হেটমায়ার। দুজনই অপরাজিত ৮ রানে।
ফিরলেন সাকিব
খুব বেশি সময় মাঠের বাইরে থাকেত হলো না সাকিবকে। ষষ্ঠ ওভারে আবার মাঠে ফিরলেন তিনি।
যে চাওয়া থেকে পাওয়ার প্লের ভেতরে মেহেদি হাসানকে দ্বিতীয় ওভারে ফেরালেন অধিনায়ক মাহমুদউল্লাহ, দারুণ বোলিংয়ে সেই আশা পূরণ করলেন এই অফ স্পিনার। বোল্ড করে দিলেন ক্রিস গেইলকে।
রান না পেয়ে হাঁসফাঁস করছিলেন গেইল। সেটির ফসল এই উইকেট। রাউন্ড দা উইকেটে করা মেহেদির স্টাম্প সোজা বল পা বাড়িয়ে উড়িয়ে মারার চেষ্টা করেন গেইল। বল তার ব্যাট-বলের ফাঁক গলে ছোবল দেয় স্টাম্পে।
১০ বলে ৪ করে আউট গেইল। ওয়েস্ট ইন্ডিজের রান ৪.২ ওভারে ২ উইকেটে ১৮।
মাঠের বাইরে সাকিব
চতুর্থ ওভারের পর খানিকটা খুঁড়িয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। হ্যামস্ট্রিংয়ে হাত দিচ্ছিলেন তিনি বারবার, তাতে ধারণা করা যেতে পারে, টান হ্যামস্ট্রিংয়েই।
প্রথম শিকার মুস্তাফিজের
আগের ম্যাচে ঝড়ো ফিফটি করা এভিন লুইসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ওভারে মেহেদি ও তাসকিনের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর তৃতীয় ওভারে সাফল্য পেল দল।
বেশির ভাগ ডেলিভারি স্লোয়ার বা কাটারে নিলেও মুস্তাফিজের এই ডেলিভারি ছিল সিম-আপ ডেলিভারি। লেংথ ডেলিভারিটিকে গায়ের জোরে উড়িয়ে মারেন লুইস। কিন্তু বল পিচে পড়ে একটু থমকে আসে। ব্যাটের কানায় লেগে বল ওঠে কেবল ওপরে। ছুটে আসেন তিনজন ফিল্ডার, শেষ পর্যন্ত স্কয়ার লেগ থেকে এসে মুঠোবন্দি করেন মুশফিকুর রহিম।
৯ বলে ৬ রানে ফিরলেন লুইস। ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ১২।
রান আউটের সুযোগ হাতছাড়া
ক্রিস গেইলকে রান আউট করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন সাকিব আল হাসান। ইনিংসের তৃতীয় ওভারে মুস্তাফিজুর রহমানের বল আলতো ব্যাটে পয়েন্টের দিকে ঠেলেই রান নিতে ছোটেন গেইল। মাঝ পিচ থেকে তাকে ফিরিয়ে দেন এভিন লুইস। বল তখন ফিল্ডার সাকিবের হাতে। ফেরার সময় নেই দেখে হাল ছেড়ে দেন গেইল। কিন্তু অনেক সময় পেয়েও সরাসরি থ্রো স্টাম্পে লাগাতে ব্যর্থ সাকিব। স্রেফ একটি স্টাম্প দেখতে পাচ্ছিলেন ফিল্ডার, কাজটি ছিল কঠিন। গেইল ক্রিজে ফেরেন নিরাপদে।
মেহেদিকে দিয়ে শুরু
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনিংয়ে ক্রিস গেইল ও এভিন লুইস। অনুমিতভাবেই বাংলাদেশ বোলিং শুরু করল শেখ মেহেদি হাসানের অফ স্পিন দিয়ে।
টি-টোয়েন্টিতে ২৪ ইনিংসে এই নিয়ে ১২ বারই নতুন বল হাতে নিলেন মেহেদি। ইনিংসের প্রথম ওভার করলেন দশমবার।
প্রথম ওভারে রান দিলেন ৪। লুইসের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদনও করেছিলেন। আউট দেননি আম্পায়ার। রিভিউ নেয়নি বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ দলে চেইস-হোল্ডার
বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজ একাদশেও পরিবর্তন দুটি। রিজার্ভ থেকে ওবেড ম্যাককয়ের চোটে স্কোয়াডে ফেরা জেসন হোল্ডার ঢুকে গেছেন একাদশেও। আইপিএলে সংযুক্ত আরব আমিরাতে তার পারফরম্যান্স দুর্দান্ত।
আগের ম্যাচে ওপেনিংয়ে ৩৫ বলে ১৬ রান করা লেন্ডল সিমন্স হারিয়েছেন জায়গা। তার বদলে এসেছেন রোস্টন চেইস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে এই অলরাউন্ডারের। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ১৪৪.৩৩ স্ট্রাইক রেটে ৪৪৬ রান করার পাশাপাশি ১০ উইকেট নিয়েছেন তিনি।
টসের সময় অধিনায়ক কাইরন পোলার্ড নিশ্চিত করলেন, এভিন লইসের সঙ্গে ইনিংস শুরু করবেন ক্রিস গেইল।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, রোস্টন চেইস, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, আকিল হোসেন, রবি রামপল। |
বাংলাদেশ একাদশে তাসকিন-সৌম্য
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন পাওয়া চোট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে দিল নুরুল হাসান সোহানকে। মঙ্গলবার দুবাইয়ে নেটে তাসকিন আহমেদের বলে তলপেটে ব্যথা পান সোহান। পরে সুস্থ হয়ে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন। কিন্তু বৃহস্পতিবার রাতে ব্যথা আবার বেড়ে যাওয়ায় শুক্রবার খেলতে পারছেন না তিনি। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন সৌম্য সরকার।
এছাড়া কৌশলগত আরেকটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বদলে দলে ফিরেছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। একাদশে টিকে গেছেন দুঃসময়ে থাকা লিটন দাস।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। |
টসে আবার হাসতে পারলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ টস জিতে বেছে নিলেন বোলিং। এই নিয়ে আসরের ৬ ম্যাচের ৫টিতেই টস জিতল বাংলাদেশ।
টস জিতে অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, ওয়েস্ট ইন্ডিজকে মোটামুটি একটা স্কোরে আটকে রেখে ম্যাচ জয়ের চেষ্টা করতে চান তারা।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড বললেন, তাদের কাছে এটি বাঁচা-মরার ম্যাচ। বোলারদের লড়াই করার মতো পর্যাপ্ত পুঁজি তারা দিতে চান।
সীমানা
যে উইকেটে এই ম্যাচ হচ্ছে, সেখান থেকে সবচেয়ে ছোট প্রান্তের সীমানা ৫৫ মিটার মাত্র। ৬১, মিটার, ৬২ মিটার লম্বা প্রান্তও আছে। সবচেয়ে বড় প্রান্তের সীমানা ৭৫ মিটার।
‘মন্থর উইকেট’
পিচ রিপোর্টে ধারাভাষ্যকার ড্যানি মরিসন বললেন, উইকেট একদম নতুন ও তরতাজা। খানিকটা মন্থর ও নিচু বাউন্সের হতে পারে। বাংলাদেশের সাকিব আল হাসান, মেহেদি হাসানরা স্টাম্প সোজা বল করতেই অভ্যস্ত। তাই আশার জায়গা আছে তাদের।
ছোট মাঠে বড় চ্যালেঞ্জ
ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা এমনিতেই দারুণ বিধ্বংসী। পেশি শক্তির জোরে বল সীমানা ছাড়া করতে জুড়ি নেই তাদের। বিস্ফোরক সব ব্যাটসম্যানে ঠাসা একাদশ। সেখানে আজকে খেলা শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে, সীমানা যেখানে বেশ ছোট। কোনো কোনো দিন কোনো কোনো প্রান্তে সীমানা থাকে স্রেফ ৫৫-৫৬ মিটার। বাংলাদেশের জন্য তাই বড় চ্যালেঞ্জ এই ব্যাটিং লাইন আপকে দমিয়ে রাখা।
ম্যাচের আগের দিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এনে কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান বলেন, ক্যারিবিয়ানদের জন্য তাদের পরিকল্পনা আছে, সেসব তারা কাজে লাগাতে চান স্মার্টলি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সংবাদ সম্মেলনে আসা কিপার-ব্যাটার নিকোলাস পুরান অবশ্য বলেন, ছোট মাঠের সুবিধায় নয়, স্কিল দিয়েই বাংলাদেশকে পর্যদুস্ত করতে চান তারা।
টিকে থাকার লড়াই
এক দল বর্তমান চ্যাম্পিয়ন, আসরের রেকর্ড দুই বারের চ্যাম্পিয়ন। আরেক দল গত ১৪ বছরে মূল পর্বে কোনো ম্যাচ জেতেনি। তবে এই ম্যাচে দুই দলই মাঠে নামছে এক বিন্দুতে থেকে। এবারের টুর্নামেন্টে সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচই হেরেছে দুই দল। টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়টা খুবই জরুরি। সেই বাস্তবতায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন