চেনা বাংলাদেশকে উড়িয়ে সেরা রয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2021 08:53 PM BdST Updated: 27 Oct 2021 08:53 PM BdST
বাংলাদেশের দেওয়া ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ঝড় তুললেন জেসন রয়। ইংল্যান্ডও পেয়ে গেল অনায়াস জয়। বিস্ফোরক ইনিংস খেলে ইংলিশদের জয়ের নায়কও তাই এই ডান হাতি ব্যাটসম্যান।
আবু ধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় কোনোমতে ১২৪ রান করে বাংলাদেশ। রয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৫ বল আগেই ৮ উইকেটের জয় তুলে নেয় ২০১০ আসরের শিরোপাজয়ীরা।
৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলের এক সময়ের নিয়মিত মুখ রয়। যেখানে ৩ ছক্কার সঙ্গে মারেন ৫টি চার। দেশের হয়ে ৫০ টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মতো ম্যাচ সেরা হলেন তিনি, যার দুটিই এলো বৈশ্বিক আসরে।
সাকিব আল হাসানকে ইনিংসের প্রথম বলেই চার মেরে রয়ের পথচলা শুরু। দ্বিতীয় ওভারে আক্রমণে আসা মুস্তাফিজুর রহমানকে মারেন টানা দুটি বাউন্ডারি।
পাওয়ার প্লের পর শেখ মেহেদি হাসানকে একটি করে ছক্কা ও চার হাঁকান ডানহাতি এই ব্যাটসম্যান। পরে নাসুম আহমেদকে ছক্কায় উড়িয়ে ৩৩ বলে তুলে নেন ফিফটি।
তরুণ শরিফুল ইসলামকে ছক্কা মারার দুই বল পর আউট হয়ে যান তিনি। ততক্ষণে জয়ের কাছে পৌঁছে গেছে ইংল্যান্ড। দাভিদ মালান ও জনি বেয়ারস্টো বাকি কাজ সারেন সহজেই।
ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশকেও উড়িয়ে টানা দুই জয়ে টুর্নামেন্টে দারুণ শুরু করল ইংল্যান্ড।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা