কিপটে বোলিংয়ে নায়ক নরকিয়া
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2021 10:07 PM BdST Updated: 26 Oct 2021 10:07 PM BdST
হার দিয়ে শুরুর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। উড়িয়ে দিয়েছে এই সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। যেখানে বড় অবদান আনরিক নরকিয়ার। দারুণ বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ডানহাতি এই পেসার।
দুবাইয়ে মঙ্গলবার সুপার টুয়েলভের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে
বেঁধে রেখে ৮ উইকেটের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা।
৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে একটি উইকেট নেন নরকিয়া। তার নামের পাশে
উইকেট থাকতে পারত আরও একটি। ফিল্ডারের ব্যর্থতায় তা হয়নি।
পাওয়ার প্লের শেষ ওভারে বল হাতে পান তিনি। তৃতীয় বলে চার মারেন এভিন
লুইস। পঞ্চম বলে লেন্ডল সিমন্সের ব্যাটের কানা ছুঁয়ে যাওয়া বল গ্লাভসে জমাতে
পারেননি হাইনরিখ ক্লাসেন। নিয়মিত কিপার কুইন্টন ডি ককের অনুপস্থিতিতে উইকেটের
পেছনে দাঁড়ান তিনি। এই ওভারে নরকিয়া দেন ৬ রান।
অষ্টম ওভারে তার প্রথম তিন বলে রানই নিতে পারেননি সিমন্স। চতুর্থ
বলে নেন সিঙ্গেল। পরের দুটিতে রান নিতে পারেননি লুইস।
পঞ্চদশ ওভারে বোলিংয়ে ফিরে নরকিয়া বেঁধে রাখেন ক্রিস গেইল ও কাইরন
পোলার্ডকেও। তিন বল করে খেলে দুজন নিতে পারেন কেবল একটি করে সিঙ্গেল।
আর ১৯তম ওভারে তিনি দারুণ ইয়র্কারে বোল্ড করে দেন আন্দ্রে রাসেলকে।
চতুর্থ বলে দ্বিতীয় রানের চেষ্টায় রান আউট হন শিমরন হেটমায়ার। ওভার থেকে আসে স্রেফ
৫ রান।
সব মিলিয়ে নরকিয়া ডট বল খেলান ১৪টি, ইনিংসে যা
সর্বোচ্চ।
বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতে তিনি আইপিএলে খেলেন দিল্লি
ক্যাপিটালসের হয়ে। এখন সেটা কাজে লাগছে বলে মনে করেন ২৭ বছর বয়সী পেসার।
“অবশ্যই (আইপিএলে খেলা) আমাকে অনেক সাহায্য করেছে। কন্ডিশন সম্পর্কে
জানার অভিজ্ঞতা কাজে লেগেছে। কী করতে হবে এবং কখন করতে হবে, তা
বুঝতে পারা অবশ্যই আমাকে সাহায্য করেছে।”
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের