তাসকিনের বলে চোট পেয়ে অনুশীলন ছেড়ে গেলেন সোহান
দুবাই থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2021 09:02 PM BdST Updated: 27 Oct 2021 02:08 AM BdST
উইকেটের পেছনে পারফরম্যান্স দুর্দান্ত হলেও ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না নুরুল হাসান সোহানের। ছন্দে ফিরতে মরিয়া এই কিপার-ব্যাটসম্যান এবার পেলেন আরেকটি ধাক্কা। নেটে ব্যাটিংয়ের সময় তলপেটে চোট পেয়ে মাঠ ছাড়লেন তিনি। পরদিনই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। শঙ্কার অবকাশ তাই রয়ে গেল।
Related Stories
সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচের প্রস্তুতির জন্য দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমি মাঠে মঙ্গলবার অনুশীলন করে বাংলাদেশ। সেখানে নেটে ফাস্ট বোলার তাসকিনের বল লাগে সোহানের পেটে। এর কিছুক্ষণ পর মাঠ ছাড়েন তিনি। পরে নিজেই নিশ্চিত করেন পেটে চোট পাওয়ার কথা। দল থেকে অবশ্য জানানো হয়েছে, গুরুতর নয় সোহানের চোট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচে সোহানের ডিসমিসাল পাঁচটি। বাংলাদেশ দলে কিপার আছেন আরও দুই জন লিটন দাস ও মুশফিকুর রহিম। এই সংস্করণে মুশফিক সবশেষ কিপিং করেছেন ২০২০ সালের মার্চে। লিটন সবশেষ গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন গত এপ্রিলে।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?