বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশের ক্রিকেটাররা কতটা চাপে আছেন, অনুভব করতে পারছেন মোহাম্মদ আজহারউদ্দিন। আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশকের ক্যারিয়ারে নিজেও তো সামাল দিয়েছেন কত ঝড়-ঝঞ্ঝা! ঠিকই সব মাড়িয়ে ফিরেছে ...
সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচের প্রস্তুতির জন্য দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমি মাঠে মঙ্গলবার অনুশীলন করে বাংলাদেশ। সেখানে নেটে ফাস্ট বোলার তাসকিনের বল লাগে সোহানের পেটে। এর কিছুক্ষণ পর মাঠ ছাড়েন তিনি। পরে নিজেই নিশ্চিত করেন পেটে চোট পাওয়ার কথা। দল থেকে অবশ্য জানানো হয়েছে, গুরুতর নয় সোহানের চোট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচে সোহানের ডিসমিসাল পাঁচটি। বাংলাদেশ দলে কিপার আছেন আরও দুই জন লিটন দাস ও মুশফিকুর রহিম। এই সংস্করণে মুশফিক সবশেষ কিপিং করেছেন ২০২০ সালের মার্চে। লিটন সবশেষ গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন গত এপ্রিলে।