টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে নেমেই নায়ক মুজিব

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই বাজিমাত করলেন মুজিব উর রহমান। দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানের রেকর্ড গড়া জয়ে রাখলেন বড় ভূমিকা। সঙ্গে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2021, 06:47 PM
Updated : 25 Oct 2021, 06:47 PM

শাহজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সুপার টুয়েলভের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানে জিতেছে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে এটিই দলটির সবচেয়ে বড় জয়।

১৯১ রানের লক্ষ্য তাড়ায় স্কটল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে দেওয়ার নায়ক মুজিব। আফগান স্পিনার ২০ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।

২০ ওভারের বৈশ্বিক আসরে আফগানিস্তানের প্রথম বোলার হিসেবে গড়লেন পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। ক্যারিয়ার সেরা বোলিংয়ে জেতেন সেরার স্বীকৃতি; এই সংস্করণে যা তার দ্বিতীয়।

স্কটল্যান্ডের রান তাড়ায় দ্বিতীয় ওভারেই আক্রমণে আসেন মুজিব। ৬ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। চতুর্থ ওভারে বল হাতে নিয়ে দলকে এনে দেন প্রথম সাফল্য। ওই ওভারে তিন উইকেট নিয়ে গড়ে দেন জয়ের ভিত।

নিজের পরের দুই ওভারে আরও দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট।

মুস্তাফিজুর রহমানের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নিলেন মুজিব (২০ বছর ২১১ দিন)। ২০১৬ আসরে নিউ জিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ার সময় বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজের বয়স ছিল ২০ বছর ২০২ দিন।

বল হাতে আলো ছড়ান রশিদ খানও। এই লেগ স্পিনার স্রেফ ৯ রান দিয়ে নেন চারটি।