শাস্তি পেলেন লিটন ও কুমারা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2021 04:38 PM BdST Updated: 25 Oct 2021 05:16 PM BdST
-
ছবি: আইসিসি
ঘটনার সময়েই আঁচ করা গিয়েছিল সম্ভাব্য ফল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তি পেলেন বাংলাদেশের ব্যাটসম্যান লিটন কুমার দাস ও শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাহিরু কুমারা।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লিটনকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ। আর কুমারার জরিমানা ম্যাচ ফির ২৫ শতাংশ। দুজনের নামের পাশেই যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসের পঞ্চম ওভারে ঘটে এই ঘটনা। লিটনকে আউট করার পর তার দিকে আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে গিয়ে কিছু একটা বলেন কুমারা। জবাবে লিটনও দেখান প্রতিক্রিয়া।
তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাচের চার আম্পায়ার। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কাছে নিজেদের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন দুজনই। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ হেরে যায় ৫ উইকেটে। দিনটি মোটেও ভালো কাটেনি লিটনের।
ব্যাট হাতে কেবল ১৬ রান করার পর ফিল্ডিংয়ে দুটি মূল্যবান ক্যাচ ছাড়েন তিনি। তাদের ১৭১ রান ৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় শ্রীলঙ্কা।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শিরোপা লড়াই শেষ রাউন্ডে নিল ইন্টার