শাস্তি পেলেন লিটন ও কুমারা

ঘটনার সময়েই আঁচ করা গিয়েছিল সম্ভাব্য ফল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তি পেলেন বাংলাদেশের ব্যাটসম্যান লিটন কুমার দাস ও শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাহিরু কুমারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2021, 10:38 AM
Updated : 25 Oct 2021, 11:16 AM

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লিটনকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ। আর কুমারার জরিমানা ম্যাচ ফির ২৫ শতাংশ। দুজনের নামের পাশেই যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসের পঞ্চম ওভারে ঘটে এই ঘটনা। লিটনকে আউট করার পর তার দিকে আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে গিয়ে কিছু একটা বলেন কুমারা। জবাবে লিটনও দেখান প্রতিক্রিয়া।

তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাচের চার আম্পায়ার। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কাছে নিজেদের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন দুজনই। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ হেরে যায় ৫ উইকেটে। দিনটি মোটেও ভালো কাটেনি লিটনের।

ব্যাট হাতে কেবল ১৬ রান করার পর ফিল্ডিংয়ে দুটি মূল্যবান ক্যাচ ছাড়েন তিনি। তাদের ১৭১ রান ৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় শ্রীলঙ্কা।