২ উইকেট নিয়েই সেরা হেইজেলউড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2021 12:52 AM BdST Updated: 24 Oct 2021 05:09 PM BdST
-
দারুণ বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন জশ হেইজেলউড। ছবি: আইসিসি।
বল হাতে নিয়েই মারলেন ছোবল। নিজের পরের ওভারে এসে আবারও আঘাত হানেন জশ হেইজেলউড। নিখুঁত লাইন-লেংথ, সুইংয়ের প্রদর্শনীতে পাওয়ার প্লেতে দুই ওভার করে এক মেডেন এবং এক রান দিয়ে দুই উইকেট। দক্ষিণ আফ্রিকাকে অল্প রানে গুটিয়ে দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে অস্ট্রেলিয়ার এই পেসার জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
আবু ধাবিতে শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে আটকে দেয় অস্ট্রেলিয়া।
এই পারফরম্যান্সে দেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন তিনি। ২০ ওভারের বিশ্বকাপে প্রথম।
ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে এসেই প্রথম বলে শিকার ধরেন হেইজেলউড। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করা রাসি ফন ডাসেনকে করেন কট বিহাইন্ড।
পরের ওভারে তিনি ফেরান কুইন্টন ডি কককে। তাকে স্কুপ খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার কিপার ব্যাটসম্যান।
নিজের শেষ ওভারে একটি করে ছক্কা ও চার হজম করার পরও তার চার ওভারের স্পেলটি দারুণ; ৪-১-১৯-২।
অল্প রানের এই ম্যাচও পরে জমিয়ে তোলে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য শেষ ওভার পর্যন্ত খেলতে হয় অস্ট্রেলিয়াকে। ২ বল হাতে রেখে জিতে ৫ উইকেটে।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ